ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হুয়াওয়ের ওপর থেকে আস্থা হারাননি ক্রেতারা

প্রকাশিত: ০৯:৪৯, ২ জুলাই ২০১৯

  হুয়াওয়ের ওপর থেকে আস্থা হারাননি  ক্রেতারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ একমাসেরও বেশি বাণিজ্যযুদ্ধ শেষে চীনের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিবেশকদের দাবি, নিষেধাজ্ঞার সময়ও হ্যান্ডসেটটির ওপর থেকে আস্থা হারাননি ক্রেতারা। তারপরও কোন সমস্যা দেখা দিলে, পুরো টাকা ফেরত দেয়ার নিশ্চয়তা দেয়া হয়, যেই অফার এখনও চলমান। ফলে হুয়াওয়ের স্মার্ট ডিভাইসে গুগলের প্লে স্টোর, জিমেইল, ম্যাপসহ অন্যান্য এ্যাপ ব্যবহার নিষেধাজ্ঞা আর কার্যকর হচ্ছে না। গুগল জানায়, এ্যান্ড্রয়েডের উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে হুয়াওয়ের স্মার্ট ডিভাইসের নিরাপত্তাও দেবে গুগল। প্রায় দেড় মাস আগে চীনের এ প্রযুক্তি জায়ান্টের সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দেয় আরও কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে পণ্য বিক্রি চালু রাখতে পারবে। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে দেশ দুটি আবারও আলোচনার টেবিলে বসবে বলে জানান তিনি। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ফের বাণিজ্য আলোচনা শুরুতে একমত হন ট্রাম্প ও চিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের কাছে পণ্য বিক্রি চালু রাখতে পারবে। বিবিসির খবরে বলা হয়েছে, জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। ডোনাল্ড ট্রাম্প শনিবার ওই বৈঠকের পরে এসব তথ্য জানান। প্রায় ৮০ মিনিটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চীনের ওপর ৩শ’ বিলিয়ন ডলারের বাড়তি শুল্কারোপ স্থগিত রাখা হয়েছে। এছাড়া মার্কিন কোম্পানিগুলোকে চীনা টেলি জায়ান্ট হুয়াওয়ে কাছে উপাদান বিক্রিতে অনুমতি দেয়া হবে।
×