ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নদীর বুকের ইতিহাস

প্রকাশিত: ০৯:৪৩, ২ জুলাই ২০১৯

 নদীর বুকের ইতিহাস

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মসুলে শুকিয়ে যাওয়া নদীর নিচ থেকে উঠে এল প্রায় তিন হাজার চার শ’র বেশি বছরের পুরনো সাম্রাজ্য। জানা গেছে, মসুল বাঁধের পানির স্তর নেমে যাওয়ার ফলেই সিরিয়া ও মেসোপটেমিয়ার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন সাম্রাজ্য উঠে আসে। দজলা নদীর ওপর তৈরি মসুল বাঁধ দেশের সব থেকে বড়। যা সাদ্দাম বাঁধ নামেও পরিচিত। এখানে ৩,৪০০ বছরের পুরনো এক মহলের সন্ধান পাওয়া গেছে। এই মহলের সম্পর্ক রহস্যে ঘেরা মিতানি সাম্রাজ্যের সঙ্গে মিল রয়েছে। এখনও পর্যন্ত মিতানি সাম্রাজ্য সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। যেমন জানা যায়নি এর রাজধানী সম্পর্কে। মনে করা হচ্ছে, নদীর নিচ থেকে বেরিয়ে আসা এই মহল থেকে অনেক রহস্যের উন্মোচন হবে। যার থেকে জানা যাবে মিতানি সাম্রাজ্য সম্পর্কে আরও কিছু। গত বছর প্রত্নতাত্ত্বিকরা ফোরাত নদীর ধারে বেশ কিছু ধ্বংসাবশেষ পেয়েছিলেন যেখানে মিতানি সাম্রাজ্যের অনেক ছোট-বড় চিহ্ন জড়িয়ে ছিল। লাল ও নীল রঙের দেয়ালের ধ্বংসাবশেষও পাওয়া যায় সে সময়। -আর্কিওলজি ম্যাগাজিন
×