ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে মেয়রপুত্র জেলহাজতে

প্রকাশিত: ০৯:৪১, ২ জুলাই ২০১৯

 কলেজছাত্রী ধর্ষণের  অভিযোগে মেয়রপুত্র  জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১ জুলাই ॥ জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইউনুস আলী বেপারির ছেলে মাসুদ বেপারিকে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকালে জাজিরা থানা পুলিশ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর মেয়রপুত্র মাসুদ বেপারিকে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে রবিবার রাতে জাজিরা পৌরসভার নিজ বাড়ির একটি কক্ষে আটকে রেখে ওই কলেজছাত্রীকে (১৮) ধর্ষণ করে মাসুদ বেপারি (৩১)। এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে জাজিরা থানায় মামলা করলে সকালে মাসুদ বেপারিকে পুলিশ গ্রেফতার করে। ধর্ষণের শিকার তরুণী জাজিরা স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় একটি ক্লিনিকে চাকরি করেন। তার বাড়ি জাজিরা পৌরসভার আড়াচন্ডি এলাকায়। পুলিশ ও ভুক্তভোগী জানায়, কয়েকদিন আগে মোবাইল ফোনে মেয়রের ছেলে মাসুদের সঙ্গে কলেজছাত্রীর পরিচয় হয়। রবিবার সন্ধ্যায় উক্ত কলেজছাত্রীকে বাসায় এসে দেখা করতে বলে মাসুদ। মেয়েটি তার বাসায় গেলে তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে মেয়রের ছেলে মাসুদ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়ির বাইরে এলে স্থানীয় নারীরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারি বলেন, আমার ছেলে নির্দোষ। এটি একটা ষড়যন্ত্র। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বেলায়েত হোসেন বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের খবর শুনে জাজিরা পৌরসভার মেয়র ইউনুস বেপারির ছেলে মাসুদ বেপারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে ভিকটিমের মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য কলেজছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×