ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সর্বোচ্চ ৩৬৫ হজ ফ্লাইট চলবে বিমানের

প্রকাশিত: ০৯:৪০, ২ জুলাই ২০১৯

 এবার সর্বোচ্চ ৩৬৫ হজ ফ্লাইট চলবে বিমানের

স্টাফ রিপোর্টার ॥ এবারই সর্বোচ্চ সংখ্যক হজ ফ্লাইট অপারেট করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই মাসব্যাপী এ হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স। এর মধ্যে ৩০৪ ‘ডেডিকেটেড’ ও ৬১টি শিডিউল ফ্লাইট। বৃহস্পতিবার ৫ আগস্ট পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ডেডিকেটেড-১৫৭টি এবং শিডিউল ৩২টি। পোস্ট-হজে ১৪৭টি ফ্লাইট চলবে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যার মধ্যে ডেডিকেটেড ১১৮টি এবং শিডিউল ২৯টি। এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনায় ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। সোমবার বলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারহাত হাসান জামিল। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ আগামী ৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। একই দিন হজ-ফ্লাইট বিজি-৩১০১ বেলা ১১টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকেল ১৫ টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ১৯ টা ১৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ২০ টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর ১৯টি ও তিনটি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন যার মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। বাকি ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজযাত্রী যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়। এ বছর হজযাত্রীদের ঢাকা- জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটেও হজযাত্রীরা পবিত্র ভূমি জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ৭ ঘণ্টা। এ বছর উড়োজাহাজের সামনের অপেক্ষাকৃত বড় ও আরামদায়ক আসন নেয়ার ক্ষেত্রে ওয়ানওয়ে’তে ১০০ ডলার বা সমপরিমাণ টাকা এবং রিটার্ন যাত্রায় (যাওয়া-আসা) ২০০ ডলার বা সমপরিমাণ টাকার বিধান রেখেছে। এছাড়া হজযাত্রীদের টিকেট কেনার পর যাত্রার তারিখ পরিবর্তনের ক্ষেত্রে ২৪ ঘণ্টা আগে ২০০ মার্কিন ডলার এবং যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রা পরিবর্তনের জন্য ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বাড়তি মাসুল আদায়ের বিধান রাখা হয়েছে। এছাড়া নির্ধারিত ফ্লাইটে না গেলে ওই টিকেটের অর্থ ফেরতযোগ্য হবে না। বিমানের ডেডিকেটেড হজ-ফ্লাইটে চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা প্রতিবারের মতো এবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ, মার্কেটিং এ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব জাহান খান, গ্রাহকসেবার ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবাহান প্রমুখ। উল্লেখ্য, এ বছর সৌদি সরকার নির্ধারিত বরাদ্দ করা ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোন ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে জানিয়েছে।
×