ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাপক বৃষ্টিপাতে মুম্বাইয়ের জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত: ০৮:৪৮, ২ জুলাই ২০১৯

ব্যাপক বৃষ্টিপাতে মুম্বাইয়ের জনজীবন বিপর্যস্ত

চারদিন ধরে চলা বৃষ্টিপাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও এর আশপাশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে, শহরজুড়ে ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে এবং নিচু এলাকাগুলো তলিয়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। মৌসুমি বায়ু জোরদার হওয়ার পর গত চারদিন ধরে ওই এলাকাজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। রবিবার রাতভর ভারি বৃষ্টিপাতের পর সোমবার সকালেও ভারি বৃষ্টিপাত হয়েছে। মুম্বাইয়ের পৌর কমিশনার প্রাভীন পরদেশির ভাষ্যানুযায়ী, গত দুই দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা এক দশকে দুই দিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এর মধ্যে রবিবার রাতভর ৩৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে স্থানীয় সময় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে মুম্বাই বিভাগের পালঘর এলাকায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সান্তাক্রুজ এলাকায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের ঠানে, রায়গড় এবং পালঘরেও ভারি বৃষ্টিপাত হয়েছে। বহু স্বল্প দূরত্বের ও দীর্ঘ দূরত্বের ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে অথবা বিলম্বিত হয়েছে। এক টুইটে সোমবার ১৩টি ট্রেনযাত্রা বাতিল করার কথা জানিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। সিয়ন এবং মাতুঙ্গা স্টেশন জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বাই-পুনে রেলসড়কে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। ঝড়ে মেরিন লাইনের ট্র্যাকে নির্মাণাধীন একটি বাড়ির বাঁশের কাঠামো উড়ে এসে পড়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে জঞ্জাল সরিয়ে নেয়ার পর ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে এক টুইটে জানিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। -ওয়েবসাইট
×