ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ১২:৪৬, ১ জুলাই ২০১৯

মুন্সীগঞ্জে পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা নারী আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে রবিবার বিকেল ৪টার দিকে ভুয়া কাগজপত্র নিয়ে অফিসে এলে তাকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন। ওই কর্মকর্তা জানান, ওই নারীর কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়। পরবর্তীতে দেখা যায় তার কাগজপত্রগুলোর অনেক ভুয়া। তার স্বামীর আইডি কার্ডও ভুয়া। এরপর জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুলিশ পাঠিয়ে তাকে নিয়ে যান। তিনি আরও জানান, পাসপোর্ট ফরমে তার নাম ছিল রুমা বেগম। জন্ম ১৯৯৬ সাল। বাবা আসাদ। তার স্থায়ী নিবাস ঢাকার ফরিদাবাদ। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পারুল পাড়া এলাকায় থাকেন। এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর হোসেইন জানান, রোহিঙ্গা নারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার নাম বিবিজা (১৮)। বাবা তৈয়ুব তাহের। পাসপোর্ট করে দেয়ার কথা বলে কামরুল নামের এক লোক তাকে নিয়ে আসে। তবে ওই ব্যক্তি পাসপোর্ট অফিস থেকেই পালিয়ে যায়। বর্তমানে রোহিঙ্গা ওই নারী থানা হেফাজতে রয়েছে।
×