ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৫, ১ জুলাই ২০১৯

বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ সংসদে বাজেট পাসের পর অর্থমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট এদিনই পাস হয়েছে। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বছরের প্রথম বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। রেওয়াজ অনুযায়ী বাজেট পাসের দিন অর্থমন্ত্রী নৈশভোজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী রাত ৮টার পরে অনুষ্ঠানস্থলে পৌঁছে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নৈশভোজে অংশ নেন স্পীকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও মশিউর রহমান। এছাড়া নৈশভোজে অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, চীফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, এ্যাটর্নি জেনারেল, সুপ্রীমকোর্টের বিচারপতি, পুলিশের আইজি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এবং উর্ধতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।
×