ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ বাছাই খেলতে গেলেন রোমান সানা

প্রকাশিত: ১১:৩৫, ১ জুলাই ২০১৯

 বিশ্বকাপ বাছাই খেলতে গেলেন রোমান সানা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে রবিবার জার্মানি গেছেন বাংলাদেশের সেরা আরচার রোমান সানা। বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবার পদক এনে দেয়া এই তরুণ কঠিন হলেও বিশ্বকাপের মূলপর্বে খেলার প্রত্যয়ের কথা জানিয়েছেন। গত মাসে হল্যান্ডে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে তাক লাগানো সাফল্য পান রোমান। জয় করেন ব্রোঞ্জপদক। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেই সরাসরি আগাামী টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। এবার রোমানের নতুন মিশন বিশ্বকাপ আরচারি, স্টেজ চার। জার্মানির এই আসরে অংশ নিতে গতকাল সকালে ঢাকা ছেড়েছেন ২৪ বছর বয়সী এই আরচার। শুধু রোমান সানা একাই নন, ১ থেকে ৭ জুলাইয়ের বাছাইপর্বে তার সঙ্গে আছেন বিউটি রায়। রিকার্ভ পুরুষ ও মেয়েদের এককের পাশাপাশি মিশ্র দ্বৈতে অংশ নেবেন এই দুই বাংলাদেশী। দেশ ছাড়ার আগে রোমান বলেন, আমি পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নিজের খেলাটা খেলে যাব। অনুশীলনে ভাল ফল হয়েছে। আশা করছি জার্মানিতে ভাল ফল করতে পারব। বিশ্বকাপের মূলপর্বে খেলার লক্ষ্য থাকবে আমার।
×