ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যের উইম্বলডন শুরু

প্রকাশিত: ১১:৩৪, ১ জুলাই ২০১৯

 ঐতিহ্যের উইম্বলডন শুরু

জিএম মোস্তফা ॥ উইম্বলডন। টেনিসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। গ্র্যান্ডস্লামের মধ্যেও সেরা। ইংলিশদের গর্বের নগরী লন্ডনে শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। যার দাপটে এশিয়ার দর্শক হারিয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকাও। ক্রিকেট বিশ্বকাপের এই ডামাডোলে উইম্বলডন কী আলাদা করে ভক্ত-অনুরাগীদের মধ্যে রঙ ছড়াতে পারবে? টেনিসবোদ্ধাদের মধ্যে এমন সংশয় থাকছেই। সব শঙ্কা উড়িয়ে দিতেই যেন আজ থেকে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস এ্যান্ড ক্রিকেট ক্লাবের কোর্টে নামছেন নাদাল-ফেদেরার, কারবার-কেভিতোভারা। পুরুষ এককে উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জেকোভিচ। এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো সার্বিয়ান তারকার। টুর্নামেন্ট শুরুর প্রথমদিনেই কোর্টে নামছেন তিনি। রাউন্ড অব ১২৮-এর ম্যাচে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ফিলিপ কোলস্ক্রেইবার। সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে কোলস্ক্রেইবার বেশ ভাল খেলছেন। যে কারণে শুরুতেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়কে। বিশ্ব টেনিসে গত দুই দশক ধরেই দাপট দেখাচ্ছেন রজার ফেদেরার আর রাফায়েল নাদাল। শেষ দশকে এই দুই কিংবদন্তির সঙ্গে যোগ দেন নোভাক জোকোভিচ। তাদের নিয়েই বিশ্ব টেনিসে এখন ব্যাপক আলোচিত ‘বিগ থ্রি’। উইম্বলডন শুরুর আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নাদাল-ফেদেরার-জোকোভিচ। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। উইম্বলডনে যে তারা অপ্রতিরোধ্য, অজেয়, প্রতিপক্ষের ধরাছোঁয়ারও বাইরে। সর্বশেষ ১৬টি উইম্বলডনের ১৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তারা তিনজন। উইম্বলডনে সর্র্বেচ্চ ৮বার চ্যাম্পিয়ন হয়েছেন সুইজারল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। এর পরেই জোকোভিচের নাম। চারবার শিরোপা উঁচিয়ে ধরেছেন অল ইংল্যান্ড ক্লাবে। আর রাফায়েল নাদাল দুইবার জিতেছেন উইম্বলডন। এই তিন তারকার রাজত্বকালে আলো ছড়িয়েছেন এ্যান্ডি মারেও। দারুণ সম্ভাবনা তৈরি করে ক্যারিয়ার শুরু করা গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধিও উইম্বলডনের শিরোপা জিতেছেন দুইবার। চোটের কারণে গত মৌসুমে এই টুর্নামেন্টে অনুপস্থিত থাকা মারে এবার খেলছেন। মিশ্র দ্বৈতে ৩২ বছরের এই টেনিস তারকা খেলবেন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে। আমেরিকান কিংবদন্তি সেরেনাই নিশ্চিত করেছেন তা। পুরুষ এককে জোকোভিচ বর্তমান চ্যাম্পিয়ন হলেও তার সামনে এবার বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ফেদেরার। এই বয়সেও যে দুর্দান্ত খেলছেন সুইস তারকা। উইম্বলডনের আগে হ্যাল ওপেনেও চ্যাম্পিয়ন হন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। সেই সঙ্গে হ্যাল ওপেনের ১০ম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন রজার ফেদেরার। একক কোন টুর্নামেন্টে এটাই তার সর্বোচ্চ জেতা ট্রফি। তার আগে ওপেন যুগে একমাত্র খেলোয়াড় হিসেবে একক কোন টুর্নামেন্টে ১০ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিলেন শুধু রাফায়েল নাদাল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে যোগ দিলেন ফেদেরার। ২০১৯ সালে এখন পর্যন্ত এককভাবে সর্বোচ্চ তিনটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও ফেড এক্সপ্রেসের দখলে। এর আগে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ এবং মিয়ামি ওপেনের শিরোপাও জেতেন ফেদেরার। মহিলা এককে উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার। এই টুর্নামেন্টের আগে ইস্টবোর্ন টুর্নামেন্টের ফাইনাল খেলেন তিনি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে হেরে যান ক্যারোলিনা পিসকোভার কাছে। তাই উইম্বলডনের শিরোপা ধরে রাখাটা এবার তারজন্য বেশ চ্যালেঞ্জিং। টেনিসবোদ্ধাদের ধারণা এবার উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরতে পারেন নতুন কেউ।
×