ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালকন্ডলীর দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১১:০৩, ১ জুলাই ২০১৯

 চিটাগাং চেম্বারের নবনির্বাচিত পরিচালকন্ডলীর দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকমন্ডলী রবিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন পরিচালকগণ তাদের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসনের সংসদ সদস্য এম এ লতিফ। চট্টগ্রাম চেম্বারের চতুর্থবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বর্তমান বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, বর্তমান পরিচালক এ কে এম আক্তার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোঃ অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোঃ জহুরুল আলম, ছৈয়দ ছগীর আহমদ, সরওয়ার হাসান জামিল, মোঃ রকিবুর রহমান টুটুল, হাসনাত মোঃ আবু ওবাইদা, মোঃ শাহরিয়ার জাহান, মুজিবুর রহমান, মোঃ আবদুল মান্নান সোহেল এবং নবনির্বাচিত পরিচালক বেনাজির চৌধুরী নিশান, মোঃ এম. মহিউদ্দিন চৌধুরী, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভীর, সালমান হাবীব, সাকিফ আহমেদ সালাম ও শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান বক্তব্য রাখেন। প্রধান অতিথি এম এ লতিফ এমপি বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের অর্থনীতিতে চিটাগাং চেম্বারের অবদান সর্বাধিক এবং স্বতন্ত্র। চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে যুগ যুগ ধরে এ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছে। অতীত নেতৃবৃন্দের অবদানের ফলে চেম্বার আজ দেশের অন্যতম অগ্রগণ্য ব্যবসায়ী সংগঠন। দেশের ব্যবসা-বাণিজ্যে যে কোন সমস্যা সমাধানে কার্যকর প্লাটফর্ম এই চেম্বার। তিনি জাতীয় স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি দেশ ও দশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার জন্য নবনির্বাচিত পরিচালকদের প্রতি আহ্বান জানান। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক ঐতিহ্য হাজার বছরের। বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বারের পথচলা শত বছরের। সেই ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় চেম্বারকে অধিকতর কার্যকর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বন্দরকেন্দ্রিক আমদানি-রফতানি বাণিজ্য, জাতীয় বাজেট প্রণয়নসহ সময় উত্থাপিত যে কোন সমস্যা সমাধানে এই চেম্বার কার্যকর ভূমিকা পালন করে থাকে। নবনির্বাচিত পরিচালকম-লীর সহায়তায় এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের পক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের আধুনিকায়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। চেম্বার ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য নতুন নতুন অনেক সুযোগ-সুবিধা সৃষ্টি করতে পারবে। নবনির্বাচিত সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন, বিবিআইএন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড, বিসিআইএম ইত্যাদি আঞ্চলিক ফোরামের জন্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব ক্ষেত্রে চেম্বারের অবদান রাখার সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষে বিদায়ী পরিচালকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও নতুনদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি এম এ লতিফ এমপি।
×