ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়া তারিখ ১০ জুলাই

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রকাশিত: ১০:৩৪, ১ জুলাই ২০১৯

 ওসি মোয়াজ্জেমের  বিরুদ্ধে অভিযোগ  গঠনের শুনানি পেছাল

কোর্ট রিপোর্টার ॥ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের মামলায় চার্জ শুনানির জন্য ১০ জুলাই পর্যন্ত সময় মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। রবিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন। রবিবার মামলাটির চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল। সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগারে থেকে এ পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির করে কারাকর্তৃপক্ষ। বেলা ২টয় শুনানির সময় নির্ধারণ থাকায় তাকে ওই সময় পর্যন্ত মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। ২টার ৫ মিনিটে তাকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ওসি মোয়াজ্জেমের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগ দলীয় সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও সাবেক প্রসিকিউটর ফারুক আহমেদ ট্রাইব্যুনালে আসামির সঙ্গে মামলা সংক্রান্তে সাক্ষতের সময় চাওয়া এবং নুসরাতের সঙ্গে ওসি মোয়াজ্জেমের জিজ্ঞাসাবাদের ভিডিওর কপি পেতে আবেদন করেন। শুনানিতে আইনজীবীরা বলেন, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের যে সার্টিফাইড কপি আমরা পেয়েছি তা সুস্পষ্ট নয়। বিষয়টি আমাদের মিলিয়ে দেখা দরকার। তাছাড়া মামলা মূলত ওই ভিডিওর ওপর দাঁড়িয়ে আছে। তাই ওই ভিডিও পর্যবেক্ষণ না করে আমরা মামলা চার্জ শুনানিও করতে পারব না। এছাড়া মামলা সংক্রান্তে শুনানির প্রস্তুতির জন্য আমাদের আসামির সঙ্গে কথা বলা দরকার। তাই আদালতের আমাদের কথা বলার অনুমতি দিবেন। ওই সময় আসামির সঙ্গে দেখা করার বিষয়ে বিচারক বলেন, আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে জেলেই দেখা করতে পারেন। ওই সময় আইনজীবী বলেন, জেলখানায় আমাদের দেখা করতে দেবে না। তখন বিচারপতি বলেন, আপনি আবেদন করলে কারাকর্তৃপক্ষ দেখা করতে দিতে বাধ্য। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, আলামত ভিডিওর কপি দেয়ার সুযোগ নেই। আইনে দেয়ার বিষয়ে কোন বক্তব্য নেই। তারা দেখাতে চাইলে আমরা আদালতেই দেখানোর ব্যবস্থা করতে পারি। ওই সময় বিচারক বলেন, এ আইন ফৌজদারি কার্যবিধি অনুসরণ করবে। তাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তারা কপি চাইলে দিতে হবে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ভিডিওর কপি পাওয়ার আবেদন মঞ্জুর করেন এবং ওসি মোয়াজ্জেমের সঙ্গে ট্রাইব্যুনালে সাক্ষাতের আবেদন নাকচ করেন। একই সঙ্গে চার্জগঠনের শুনানি এবং ওসি মোয়াজ্জেমকে অব্যাহতির আবেদন দাখিলের জন্য আগামী ১০ জুলাই সময় মঞ্জুর করেন। ুগত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক। এরপর গত ২৪ জুন এক আবেদনে ট্রাইব্যুনাল তাকে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন প্রদানের আদেশ দেন। প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর মর্যাদা ভোগ করছেন। চার আসামির জামিন নামঞ্জুর ॥ বাংলানিউজ জানায়, মামলার বাদী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাইয়ের জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই সঙ্গে চার আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে নুসরাতের ভাইকে জেরা করেন আসামিপক্ষের ৭ আইনজীবী। একই দিন আদালতে জামিন আবেদন করেন আসামি রুহুল আমিন, আফসার উদ্দিন, মোঃ শামীম ও মনি। আদালত শুনানির পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আজ সোমবার নুসরাতের দুই সহপাঠী নিশাত সুলতানা এবং নাসরিন সুলতানার সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) মামলার বাদী মাহমুদুল হাসান নোমান সাক্ষ্য দেন। রবিবার বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আসামিপক্ষের কৌঁসুলিরা বাদীকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। এ সময় আদালতের কাঠগড়ায় এ মামলার মোট ১৬ আসামির সবাই হাজির ছিলেন। আদালত সূত্রের বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ এ তথ্য জানান।
×