ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হজযাত্রীরা আজ থেকে আশকোনা হজক্যাম্পে উঠবেন

প্রকাশিত: ১০:৩৪, ১ জুলাই ২০১৯

 হজযাত্রীরা আজ থেকে আশকোনা হজক্যাম্পে উঠবেন

স্টাফ রিপোর্টার ॥ হজযাত্রীরা আজ থেকে আশকোনা হজ ক্যাম্পে উঠবেন। দেশের বিভিন্ন জেলা থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী পবিত্র হজযাত্রার আগে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করবেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে হজ ফ্লাইট। বাংলাদেশ ও সৌদি রাষ্ট্রায়ত্ত সংস্থার যথাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স প্রতিবারের মতো এবারও হজযাত্রী পরিবহন করবে। এর বাইরে কোন এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনে অনুমতি দেয়া হবে না। এ বিষয়ে হজ ক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার শুরু হবে এ বছরের হজযাত্রা। আজ থেকে হজ ক্যাম্পে উঠতে শুরু করবেন হজযাত্রীরা। হজযাত্রীদের সেবা প্রদানে হজ ক্যাম্পকে প্রস্তুত করা হয়েছে। এর আগে এক মাস ধরে চলছে ধোয়ামোছা আর রং লাগানোর কাজ। এদিকে সরকারী হজ যাত্রীদের প্রথম পর্বের ফ্লাইটের তালিকা প্রকাশ হয়েছে। সরকারী ব্যবস্থাপনায় প্রথম পর্বের ফ্লাইটে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৪ থেকে ১১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত যাত্রীদের কাছে ইতোমধ্যেই মোবাইলে খুদে বার্তার মাধ্যমে রিপোর্টিং টাইম জানানো হয়েছে।
×