ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় প্রাচীন মসজিদ নির্মাণ নিয়ে পুলিশ জনতা মুখোমুখি

প্রকাশিত: ১০:১৫, ১ জুলাই ২০১৯

  পটিয়ায় প্রাচীন মসজিদ নির্মাণ নিয়ে পুলিশ জনতা মুখোমুখি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩০ জুন ॥ চট্টগ্রামের পটিয়ায় প্রাচীন থানা জামে মসজিদ নির্মাণ নিয়ে পুলিশ-জনতার বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। থানা মসজিদের নাম পরিবর্তন করে ‘পটিয়া থানা ছদু তালুকদার জামে মসজিদ’ নামকরণ নিয়ে মূলত পুলিশের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। দীর্ঘ এক বছর ধরে মসজিদের নির্মাণ কাজ বন্ধ থাকায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারচ্ছেন না। তবে পার্শ্ববর্তী রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের একটি হল রুমে পাঁচ ওয়াক্ত নামাজ চলছে। প্রাচীন ও জরাজীর্ণ মসজিদটি ভেঙ্গে মসজিদ পরিচালনা কমিটি মুসরাত ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেমের মাধ্যমে মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়। ২০১৮ সালের ৪ নবেম্বর চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী মসজিদের ভিত্তিপ্রস্তর দিলেও পুলিশের বিরোধিতার কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। রবিবার সকালে মুসল্লি ও জায়গার ওয়ারিশরা চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেনকে একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপির অনুলিপি পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পটিয়া পৌরসভার মেয়র, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ও পটিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রদান করেন। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া সদরের থানার সামনেই রয়েছে থানা জামে মসজিদটি। ১৮৯০ সালে পটিয়া থানার কার্যক্রম শুরু হয়। ১৯১২ সালে ছদু তালুকদার বাড়ির বংশধররা ৪৩ শতক জায়গা মৌলানা আবদুর রশিদের নামে একটি সম্মতনামামূলে দেন। মসজিদের জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা পটিয়া যুগ্ম জেলা আদালতে মামলা দীর্ঘদিন চলে। যা পরবর্তীতে আপোস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। এরপর ২০১১ সালে পটিয়ার ইউএনও একটি মসজিদ পরিচালনা কমিটি করে দেন। এতে সভাপতি করা হয় পৌর মেয়র অধ্যাপক অধ্যাপক হারুনুর রশিদকে। বর্তমানে থানা প্রশাসনের সঙ্গে মসজিদ পরিচালনা কমিটির বৈধ-অবৈধ নিয়ে এই বিরোধ পুনরায় দেখা দিয়েছে। মসজিদকে পটিয়া থানা ছদু তালুকদার জামে মসজিদ নামকরণ করায় পুলিশ মূলত কাজ বন্ধ করে দিয়েছে। যার কারণে নামাজে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মুসল্লি ও স্থানীয় বাসিন্দা মোরশেদ হোসেন নিজামী জানিয়েছেন, পুলিশের বিরোধের বর্তমানে মসজিদের কমপ্লেক্স নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দীর্ঘ এক বছর ধরে তারা জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন না। বিরোধ নিষ্পত্তি করে অবিলম্বে মসজিদের কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন।
×