ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভবনে সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ১০:১১, ১ জুলাই ২০১৯

 রাজধানীতে ভবনে সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গ্রীন রোডের একটি ভবনে সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণের পর আগুন ধরে চার শ্রমিক দগ্ধ হয়েছন। দগ্ধরা হচ্ছে, মোহাম্মদ রাসেল (৩২), ফয়েজ হোসেন (২০), রাকিব (২০) ও সুমন (১৮)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, রাসেলের শরীরের ৬২ শতাংশ, ফয়েজের ৪০ শতাংশ, রাকিবের ৩৭ শতাংশ ও সুজনের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার জানান, রবিবার সকাল নয়টার দিকে ৬৫/৬৬ গ্রীন রোডের ‘পারিল গ্রিন’ নামের ভবনের নিচতলায় রংয়ের কাজ করার সময় হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কাউকে পায়নি। তবে ওই ভবন থেকে স্থানীয়রা চার শ্রমিককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম আসাদুজ্জামান আসাদ জানান, কেউ বলেছে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু আমরা এখানে সিলিন্ডারের কোন আলামত পাইনি। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত। পারিল গ্রিন নামে ওই ভবনের একাংশ কমফোর্ট হাসপাতালের তৃতীয় ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পঞ্চম তলায় এডুকেশন কাউন্সেলিং সেন্টার ওয়ার্ল্ড ওয়াইডের কার্যালয় আছে। ভবনটির নিচতলায় আর্কটেক নামের একটি ইন্টেরিয়র কার্যালয় ছিল। এখন সেখানে লাইম ডট নামে একটি রান্নাঘরের সামগ্রী (কিচেনওয়্যার) বিক্রয়ের একটি দোকান গড়ে তোলা হচ্ছে। সেটির নিচতলার রুমের সাজসজ্জা (ডেকোরেশন) করতে গিয়ে ‘শর্ট সার্কিট’ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। পরিদর্শক আসাদ বলেন, বেলা সাড়ে ১২টা পর্যন্ত লাইম ডটের কোন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×