ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেট্রোল বোমায় যাত্রী হত্যা

কুমিল্লার আদালতে চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২১ আগস্ট

প্রকাশিত: ১০:১০, ১ জুলাই ২০১৯

 কুমিল্লার আদালতে  চার্জ গঠনের  শুনানি পিছিয়ে ২১ আগস্ট

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ জুন ॥ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ ফের পিছিয়েছে। আগামী ২১ আগস্ট এ মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলী আকবর এ আদেশ দেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের জানান, এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি কারাগারে থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ মামলার প্রধান আসামি সাবেক এমপি ও জামায়াত নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং অপর আসামি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ মনিরুল হক চৌধুরী জামিনে আছেন। তারা এ মামলায় রবিবার আদালতে হাজিরা দেন। প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তরা একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসের আট যাত্রী আগুনে পুড়ে মারা যান এবং আহত হন অন্তত ২৫ যাত্রী।
×