ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ অনুশীলন সমাপ্ত

প্রকাশিত: ১০:১০, ১ জুলাই ২০১৯

 বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ  অনুশীলন সমাপ্ত

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ উদ্যোগে ছয় দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ প্যাসিফিক এঞ্জেল’-২০১৯-১’-এর সমাপনী অনুষ্ঠান রবিবার লালমনিরহাট কদমতলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার মহড়ার সফল সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) মহড়ার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং মহড়াকে ফলপ্রসূ করার জন্য অংশগ্রহণকারী দুই দেশের বিমানবাহিনীর সকল সদস্য, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, দেশী-বিদেশী এনজিওসহ মহড়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নেয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ সময় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্কুল মেরামত এবং মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে এলাকাবাসীকে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমানবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। সামরিক এবং অসামরিক উভয় খাতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ক্রসবি সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এ ধরনের মহড়া নিয়মিত আরও অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিমানবাহিনীর পরিচালক অপারেশন্স এয়ার কমোডর মোহাম্মদ খায়ের উল আফছারসহ লালমনিরহাট জেলা প্রশাসক, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ। -আইএসপিআর
×