ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে দুই থেকে তিনদিন মাঝারি থেকে ভারি বর্ষণ

প্রকাশিত: ১০:০৪, ১ জুলাই ২০১৯

 সারাদেশে দুই থেকে তিনদিন মাঝারি থেকে ভারি বর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। দেশের অধিকাংশ স্থানে রবিবার মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আগামী দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। জুলাইয়ে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী রবিবার হাল্কা বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় স্বস্তি ফিরে পায়। আবহাওয়া অধিদফতর জানায়, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যাদের মধ্যে অন্তত একটি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের প্রথমার্ধে সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর আগস্টে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এভাবে সেপ্টেম্বর মাসেও থাকতে পারে স্বাভাবিক। জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ৩৩০ থেকে ৪০৫ মিলিমিটার, ময়মনসিংহে ৩৮৫ থেকে ৪৭০, চট্টগ্রামে ৬৫০ থেকে ৭৯০ মিমি, সিলেটে ৫২০ থেকে ৬৩৫ মিমি, রাজশাহীতে ৩২৫ থেকে ৪০০ মিমি, রংপুরে ৩৮৫ থেকে ৪৭০ মিমি, খুলনায় ৩০৫ থেকে ৩৭৫ মিমি ও বরিশাল বিভাগে ৪৬৫ থেকে ৫৭০ মিলিমিটার হতে পারে।
×