ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালতে বিচারাধীন মামলা ৩৫ লাখ ৮২ হাজার

প্রকাশিত: ১০:০২, ১ জুলাই ২০১৯

 আদালতে বিচারাধীন মামলা ৩৫ লাখ ৮২ হাজার

সংসদ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন আদালতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি। এরমধ্যে নারী ও শিশু নির্যাতনের মামলা এক লাখ সাড়ে ৬৪ হাজার। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত পৃথক দু’টি লিখিত প্রশ্ন উত্থাপন করেন সরকারী দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও দিদারুল আলম। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে এক হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে। লিখিত প্রশ্নোত্তরে মন্ত্রী বিচারাধীন মামলার জেলাওয়ারি তথ্য উপস্থাপন করেন। বিরোধী দলের চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে আপীল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধঃস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরও ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। মামলা জট নিরসনে একাধিক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, মানুষের হয়রানি এড়াতে ও মামলার জট কমানো ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন মামলার পাশাপাশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির কাজ শুরু হয়েছে। এমনকি দেওয়ানি মামলাগুলো নিষ্পত্তির জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। পুরনো মামলাগুলো আগে নিষ্পত্তির জন্য বলা হয়েছে। এজন্য আদালতের সংখ্যাও বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধুর পলাতক খুনী ॥ সরকারী দলের সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিতে আইন, বিচার ও সংসদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। তিনি আরও জানান, পলাতক খুনী নুর চৌধুরী কিভাবে কানাডায় বসবাস করছেন (লিগ্যাল স্ট্যাটাস) এ সম্পর্কে তথ্য দিতে কানাডা সরকারকে বাধ্য করতে ফেডারেল কোর্ট অব জাস্টিস এর আদালতে আবেদন করা হয়েছে। পলাতক আসামি রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আইনগত বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সেখানে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। অন্য পলাতক আসামিদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স কাজ করছে। পলাতক আসামিদের গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে। তিন লাখ ৮ হাজার পদ শূন্য ॥ সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীমের প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে। তিনি জানান, শূন্যপদ পূরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে, আদালতে মামলা, নিয়োগ বিধি না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।
×