ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৫৯, ১ জুলাই ২০১৯

 শিশু উন্নয়ন  কেন্দ্রে শিশুর  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নূর ইসলাম (১৫) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে কেন্দ্রের দ্বিতীয় তলার এগারো নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁসে সে আত্মহত্যা করে। তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সে গাইবান্ধা জেলার মান্দরমাথা এলাকার মতিউর রহমান মতির ছেলে। একটি চুরি মামলায় এক মাস ১০ দিন আগে গাইবান্ধা আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী সুপার সাইদুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, বিকেলে কেন্দ্রর শিশুরা প্রাচীরের মধ্যে মাঠে খেলা করছিল। এ সময় নূর ইসলাম কেন্দ্রের দ্বিতীয় তলার ১১ নম্বর কক্ষে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। আনসার সদস্য শান্তি পানি উত্তোলনের জন্য ৬টার দিকে মোটরের সুইচ দিতে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক শামস বলেন, ছেলেটির গলায় ফাঁস লাগার চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
×