ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে প্রেম নিবেদন, সংঘর্ষ ॥ অস্ত্রসহ আটক দুই

প্রকাশিত: ০৯:৫৮, ১ জুলাই ২০১৯

 স্কুলছাত্রীকে প্রেম নিবেদন, সংঘর্ষ ॥ অস্ত্রসহ আটক দুই

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ জুন ॥ কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে একই স্কুলের ৮ম ও ৯ম শ্রেণীর দু’ছাত্রের প্রেম নিবেদনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। রবিবার বিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রহমত উল্যাহ আকবর (১৫) ও ৯ম শ্রেণীর ছাত্র আমজাদ হোসেন রাফি (১৬) একই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করে। এ নিয়ে আকবর ও রাফির মধ্যে তুমুল বাগবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষে একই স্কুলের ছাত্র ও বহিরাগতরা দু’পক্ষ হয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয় জনতা সংঘর্ষে লিপ্ত আকবর ও রাফিকে অস্ত্রসহ আটক করে। সংবাদ পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বড় দেশীয় কিরিচসহ আকবর ও রাফিকে আটক করে থানায় নিয়ে যায়। রহমত উল্যাহ আকবর চরকাঁকড়া ইউনিয়নের ছানা উল্যাহ ভুঞার ছেলে ও আমজাদ হোসেন রাফি রামপুর ইউনিয়ন আবু নাছেরের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও স্কুলের অভিভাবকরা অভিযোগ করেন, স্থানীয় কিছু বখাটে ছেলের ইভটিজিং ও নানা ধরনের হয়রানির কারণে স্কুলে যাওয়া আসার পথে স্কুল ছাত্রীরা নিরাপত্তার অভাব অনুভব করে। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ ইভটিজিং ও বখাটেদের বখাটেপনা রোধে কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ায় স্কুলের ছাত্রী ও অভিভাবকরা খুবই বেকায়দায় আছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সল আহমেদ জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সংঘর্ষে লিপ্ত দু’ছাত্রকে অস্ত্রসহ আটক করে থানায় আনা হয়েছে।
×