ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিহত পেহেলু খানের বিরুদ্ধেই চার্জশীট ॥ অভিযুক্তদের জামিন

প্রকাশিত: ০৮:৪১, ১ জুলাই ২০১৯

 নিহত পেহেলু খানের বিরুদ্ধেই চার্জশীট ॥ অভিযুক্তদের জামিন

রাজস্থানের জয়পুরের পশুহাট থেকে ২০১৭ সালে গরু কিনে হরিয়ানায় নিজের বাড়িতে ফিরছিলেন পেহেলু খান। সঙ্গে ছিলেন তার ছেলেরাও। রাজস্থান থেকে বিনা অনুমতিতে ওই গরু কিনে নিয়ে যাচ্ছেন তিনি- এই অজুহাতে পেহেলুকে পিটিয়ে মেরে ফেলে গোরক্ষকরা। দুই ছেলের সঙ্গে গরু কিনে ট্রাকে করে হরিয়ানা যাওয়ার সময় জয়পুর-দিল্লী জাতীয় সড়কে তাদের গাড়ি থামায় গোরক্ষকরা। তারপর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় পেহেলু খানকে। মোবাইলে করা ভিডিওতে পরে দেখা যায়, পেহেলুকে ঘাড় ধরে নামিয়ে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় পেহেলুকে হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পরে মৃত্যু হয় তার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি এফআইআর দায়ের করা হয়। একটি এফআইআর করা হয়, যে আটজন অভিযুক্ত পেহেলুকে সেদিন মারধর করে তাদের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি জেলা শাসকের বিনা অনুমতিতে গরু কিনে নিয়ে আসার অভিযোগে মৃত পেহলু ও তার ছেলেদের বিরুদ্ধে। তবে ওই দ্বিতীয় এফআইআরের ভিত্তিতেই এবার চার্জশীট পেশ করল রাজস্থান পুলিশ কর্তৃপক্ষ। পেহেলু খানের মৃত্যু হওয়ায় পেহেলুর বিরুদ্ধে মামলা না চললেও তার দুই ছেলের বিরুদ্ধে চলবে মামলা। রাজস্থান আইন বিভাগের একাধিক ধারা অনুযায়ী গবাদি পশু হত্যা ও চোরাচালানের অভিযোগ আনা হয়েছে পেহেলু ও তার ছেলেদের বিরুদ্ধে। এই চার্জশীট পেশের পরেই আলোড়ন পরে যায়। গণপিটুনিতে অভিযুক্ত ৮ জনকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে। পেহেলু খানের ছেলে ইরশাদ খানও সেদিন গণপিটুনিতে আহত। তিনি বলেন, ‘যারা গণপিটুনিতে যুক্ত ছিল তারা একে অপরকে নাম ধরে ডাকছিল। আমাদের গাড়ি থামিয়ে আমরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাই। তবু তারা আমাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। ’-ওয়েবসাইট
×