ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশবাসীর উদ্দেশে রেডিওতে ভাষণ

১৩০ কোটি মানুষ আমার অনুপ্রেরণা ॥ মোদি

প্রকাশিত: ০৮:৪০, ১ জুলাই ২০১৯

  ১৩০ কোটি মানুষ আমার অনুপ্রেরণা ॥ মোদি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল বিজয় নিয়ে ফের ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদি। এ নির্বাচনের পর রবিবার প্রথমবার মান কি বাত (মনের কথা) অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। রবিবার বেলা ১১টা নাগাদ ভাষণ শুরু করেন মোদি। অল ইন্ডিয়া রেডিও এই ভাষণ সরাসরি সম্প্রচার করে। তার বক্তব্যে বিরোধীদের সমালোচনা, নির্বাচনে তার দলের ব্যাপক বিজয়, ইন্দিরা গান্ধী আমলের জরুরী অবস্থা, ভারতজুড়ে চলমান পানি সঙ্কটসহ অন্যান্য বিষয় উঠে আসে। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভি অনলাইনের। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশটির সাধারণ মানুষ মোদির এই ভাষণ মনোযোগ দিয়ে শোনেন। এই ভাষণের শুরুতেই মোদি বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে আবার ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ আমি ভারতের আপামর জনতার মন বুঝতে পেরেছিলাম। এ জন্য আমি মানুষের ওপর বিশ্বাস রেখেছিলাম। মোদি বলেন, ফেব্রুয়ারিতে যখন আমি বলেছিলাম, কয়েক মাসের মধ্যে আমার আপনাদের সঙ্গে কথা বলব, তখন লোকেরা বলেছিল, আমি ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’। আসলে আমার সব সময় ভারতের জনগণের ওপর বিশ্বাস ছিল।’ নিজের জনপ্রিয় এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মোদি বলেন, আমি ‘মান কি বাত’-এর জন্য অনেক চিঠি বা ফোন পেয়েছি। কিন্তু তাতে অভিযোগের ছিটেফোঁটাও ছিল না। এছাড়া, গত পাঁচ বছরে আমি এমন কোনও চিঠি পাইনি, যেখানে কোনও মানুষ তাদের জন্য কিছু চেয়েছেন। এমনটা ভাবা যায়? মানুষ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে অথচ নিজের জন্য কিছু চাইছে না। এটাই কোটি কোটি দেশবাসীর মহত্ব।’ মোদি বলেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ৬১ কোটি মানুষ ভোট দিয়েছেন। সংখ্যাটা হয়তো কম মনে হতে পারে। কিন্তু চীনকে বাদ দিলে তা পৃথিবীর যে কোনও দেশের জনসংখ্যার থেকে বেশি। ২০১৯ লোকসভায় যতজন ভোট দিলেন সেই সংখ্যাটা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার দ্বিগুণ ও সমগ্র ইউরোপের জনসংখ্যার থেকে বেশি।’ ভারতের প্রধানমন্ত্রীর এই ভাষণে সব থেকে বেশি উঠে এলো পানি সমস্যার কথা। তিনি জনতার কাছে আবেদন করেন, আপনারা পানি রক্ষার প্রযুক্তিগত উপায় বের করুন। মোদি বলেন, গত কয়েকমাসে বহু মানুষ পানি সমস্যার কথা লিখেছেন। পানি নিয়ে এই বিপুল সচেতনতা দেখে আমি মুগ্ধ। পানি সংরক্ষণের গুরুত্ব বোঝাতে আমি গ্রাম প্রধানদের চিঠি লিখেছি। এবং কীভাবে গ্রামীণ ভারতে এ বিষয়ে সচেতনতা বাড়ানো যাবে সে বিষয়েও জানিয়েছি। মোদি বলেন, পানি বাঁচানোর কোনও নির্দিষ্ট পন্থা নেই। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিন্তু লক্ষ্য একই প্রতিটি পানির ফোঁটা বাঁচানো। এরপর যোগ দিবসের কথা উল্লেখ করেন মোদি। নির্বাচনে জয় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আমার আত্মবিশ্বাস নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। কিন্তু এ বিশ্বাস শুধু আমার ছিল না, ১৩০ কোটি মানুষের ছিল। তারাই আমার অনুপ্রেরণা। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতজুড়ে জরুরী অবস্থারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এরপর ভারতের সকল জনগণকে বই পড়ার প্রতি অনুরোধ জানান মোদি। ২০১৪ সালে ষোড়শ লোকসভা নির্বাচন থেকেও এবার বেশি আসন পেয়ে এবার ক্ষমতায় এসেছে এনডিএ। বিজেপির একক আসন সংখ্যাও বেড়েছে।
×