ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিউইদের সহজেই হারিয়ে শীর্ষেই অসিরা

প্রকাশিত: ১৪:০৯, ৩০ জুন ২০১৯

কিউইদের সহজেই হারিয়ে শীর্ষেই অসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে পাঁচবারের ও সর্বশেষ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের ৩৭তম ম্যাচে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দু’দল। লর্ডসে অনুষ্ঠিত এ ম্যাচে কিউইদের সহজেই ৮৬ রানে হারিয়ে জয় কুড়িয়ে নেয় অসিরা। নিজেদের অষ্টম ম্যাচে এটা অসিদের সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা কিউইদের দ্বিতীয় হার। ১১ পয়েন্ট নিয়ে আগের তৃতীয় স্থানেই আছে তারা। টসে জিতে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করে। হাফ সেঞ্চুরি করেন উসমান খাজা (৮৮) এবং এ্যালেক্স ক্যারি (৭১)। কিউই পেসার ট্রেন্ট বোল্ট হন সেরা বোলার (৪/৫১/)। তিনি অনবদ্য হ্যাটট্রিকও করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি বোল্টের দ্বিতীয়, চলতি আসরে দ্বিতীয়, বিশ্বকাপ ইতিহাসে একাদশ হ্যাটট্রিক। তাছাড়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন বোল্ট। এছাড়া ম্যাচে লকি ফার্গুসন ও জেমস নিশাম ২টি করে এবং কেন উইলিয়ামসন ১টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে অসি বোলিং-তোপে ৪৩.৪ ওভারে মাত্র ১৫৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের কেউই একটি অর্ধশতকও হাঁকাতে পারেননি! টপ স্কোরার হন দলপতি কেন উইলিয়ামসন (৪০)। অসিদের সেরা উইকেটধারী মিচেল স্টার্ক (৫/২৬)। তবে ম্যাচসেরা স্টার্কবা বোল্ট কেউই হননি। ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার এ্যালেক্স ক্যারি। বিফলে যায় কিউই পেসার বোল্টের হ্যাটট্রিক।
×