ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোখ থাকবে স্টোকস ও পান্ডিয়ার ওপর

প্রকাশিত: ১১:০০, ৩০ জুন ২০১৯

 চোখ থাকবে স্টোকস ও পান্ডিয়ার ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের কন্ডিশনে পেস-বোলিং অলরাউন্ডাররা এবারের বিশ্বকাপে দলগুলোর জন্য বড় নিয়ামক হয়ে উঠবেন, আসর শুরুর আগে এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন সবাই। অথচ ব্যাটে-বলে ছড়ি ঘোরাচ্ছেন সাকিব আল হাসানের মতো স্পিনিং অলরাউন্ডার। তবে জাত পেস বোলিং অলরাউন্ডাররাও যে কম যাচ্ছেন না বেন স্টোকস, হারদিক পান্ডিয়া তার অন্যতম উদাহরণ। সেমির পথে অনেকদূর এগিয়ে যাওয়া ভারতের হয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পান্ডিয়া। আর শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ইংল্যান্ড চাপে পড়লেও নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন ক্রেজি স্টোকস। বিশ্বকাপের বড় ম্যাচে আজ আয়োজক ইংলিশদের মুখোমুখি হচ্ছে ভারত। দু’দলে তারকার কমতি নেই, আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জো রুট, জোফরা আর্চারসহ আরও অনেকে। তবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং মিলিয়ে বিশেষ দৃষ্টি থাকবে পা-িয়া ও স্টোকসের ওপর। দৃশ্যপট বদলে দিতে পারেন কমপ্লিট দুই অলরাউন্ডার। ভারত বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেদিন ব্যাট হাতে ১৫ রানে অপরাজিত পান্ডিয়া ছিলেন উইকেটশূন্য। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। টু ডাউনে নেমে মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। বিগ স্কোরিং ম্যাচে বোলিংয়ে ১০ ওভারে ৬৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ওল্ডট্র্যাফোর্ডে উন্মাদনার পাকিস্তান-বধের দিনে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নায়ক বনে যান রোহিত শর্মা। তাতে ঢাকা পড়ে যায় পান্ডিয়ার চমৎকার অলরাউন্ড নৈপুণ্য। ১৯ বলে ২৬ রান করার পর বল হাতে নেন ২ উইকেট। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে ফিরিয়ে তিনিই পাকিস্তান ব্যাটিংয়ের মেরদন্ড ভেঙ্গে দিয়েছিলেন। ২২৪ রান করে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ১১ রানের জয়টা ছিল ঘাম ঝরানো। ব্যাটিংয়ে ৭ রান করে আউট হলেও দারুণ বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পান্ডিয়া। সেদিন ম্যাচে তার বোলিং বিশ্লেষণ ছিল ১০-১-৫১-২। ২৫ বছর বয়সী পান্ডিয়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ-বধের দিনেও ছিলেন উজ্জ্বল। ৫ চারে ৪৬ রান করার পর ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের উত্থান-পতনের মধ্যে বেন স্টোকস ঠিকই নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন। পাকিস্তানের কাছে হারের ম্যাচে নিষ্প্রভ এ অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের বিপক্ষে কিছুটা ম্লান দেখালেও শেষ দুই ম্যাচে আবার স্বরূপে ফেরেন স্টোকস। খেলেন অপরাজিত ৮২ ও ৮৯ রানের দুর্দন্ত দুটি ইনিংস। যদিও দুর্ভাগ্য সতীর্থদের ব্যর্থতায় ওই দুটি ম্যাচে হেরেই এখন বিপদে আছে ইংল্যান্ড! তবে ২৮ বছর বয়সী ইনফর্ম অলরাউন্ডার আজ ভারতের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারেন। ক্রেজি দুই তারকার ব্যক্তিগত জীবনেও রয়েছে মিল। ব্রিস্টলে পানশালার বাইরে মারামারি বাধিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন স্টোকস। আইন-আদালত নাটকীয়তার পর ফিরেছেন জাতীয় দলে। পা-িয়াও আবার এক টিভি শোয়ে নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন! মূলত তুমুল প্রতিভাবান আর ইংলিশ কন্ডিশনে কার্যকারিতার কথা বিবেচনা করেই বিশ্বকাপের আগে দুই তারকাকে দলে ফেরানো হয়। আজ বড় ম্যাচে তারা কেমন করেন সেটিই দেখার অপেক্ষা।
×