ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই শূটার ও এক আরচারকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জুন ২০১৯

 দুই শূটার ও এক আরচারকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ শূটার আবদুল্লাহ হেল বাকি, শাকিল আহমেদ এবং আরচার রোমান সানা। তিনজনই দেশকে ক্রীড়ায় এনে দিয়েছেন আন্তর্জাতিক সাফল্য। দেশের এই তিন সোনালি সন্তানকে গণভবনে ডেকে নিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের দেয়া হবে বিশেষ সংবর্ধনা। এমনটাই জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। কমনওয়েলথ শূটিংয়ে বাংলাদেশ দেখা পেয়েছে টানা দু’বার রৌপ্যপদকের মুখ। সর্বশেষ গোল্ডকোস্ট কমনওয়েলথে বাকির সঙ্গে সাফল্যের সারথী আরেকজন শাকিল আহমেদ। বাকির মতো শাকিলও জেতেন রৌপ্য মাত্র ক’দিন আগে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েছেন আরচার রোমান সানা। তার এই সাফল্য নজর এড়ায়নি ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর। তার নজরে বিষয়টি আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাকি ও শাকিল দেশকে দুটি রৌপ্যপদক এনে দিলেও আমরা তাদের সেভাবে পুরস্কৃত করতে পারিনি। এছাড়া আরচার রোমান সানা বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উন্নীত হয়ে তাম্রপদক অর্জন করেন। একই সঙ্গে তিনি দ্বিতীয় বাংলাদেশী এ্যাথলেট হিসেবে যোগ্যতার মাপকাঠিতে সরাসরি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। এই তিনজনকে কিভাবে আমরা সম্মানিত করতে পারি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বলেছেন ঠিক আছে তুমি তাদের নিয়ে আস, আমি বিষয়টি দেখব।’
×