ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই

প্রকাশিত: ১০:৫৮, ৩০ জুন ২০১৯

 বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে শিরোপার অন্যতম দাবিদার বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের প্রথমপর্বে ৩-১ ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয়পর্বেও মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। গতকাল শনিবার নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ও বিপিএলের নবাগত বসুন্ধরা কিংস এই জয়ের ফলে শীর্ষ স্থান আরও মজবুত করল। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকলো কিংস। আর ১৭ রাউন্ড ম্যাচের ৮টিতে হেরে ৫টি ড্র ও ৪টিতে জয় পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১৭। মুক্তিযোদ্ধার একমাত্র গোলটি করে রয়েল। অপরদিকে কিংসের পক্ষে চারটি গোলের মধ্যে একাই দুই গোল পায় নাসির উদ্দিন চৌধুরী ও একটি করে গোল পায় ব্রাজিলিয়ান মার্কোস ও এ, কে রানা। বৃষ্টি ভেজা কাদা মাঠে শনিবার বিকালে কিংস ও মুক্তিযোদ্ধার খেলা শুরু হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। কিন্তু প্রথমে গোল পেয়ে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ১২ মিনিটে মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের বাল্লো ফামুসাকে বল পাস দিলে মেহেদী হাসান রয়েলের শট কিংসের গোলরক্ষক জিকো ধরতে ব্যর্থ হয়। এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ১-০। ৩৩ মিনিটে কিংসের আক্রমণ ছিল জোরালো। কিন্তু মুক্তিযোদ্ধার গোলরক্ষক হিমেল ঠেকিয়ে দেয় কর্নারের বিনিময়ে। কর্নার কিকের বল ঠেকাতে মুক্তিযোদ্ধার হাবিবর রহমান নোলক পায়ে বল পেলেও সেই বল টোকা দিয়ে কাজে লাগিয়ে দেয় কিংসের নাসির উদ্দিন চৌধুরী। খেলা সমতা ফিরিয়ে আসে ১-১। প্রথম হাফের অতিরিক্ত সময়ে কিংসের আক্রমণ কাজে লেগে যায়। দুই দুইটি কর্নার শটে গোল করতে না পারলেও মধ্য মাঠ হতে কিংসের গোলরক্ষক জিকো বল পাস দেয় ডেনিয়েলকে। ডেনিয়েল বল নিয়ে মুক্তিযোদ্ধার ডি বক্স ঢুকে পড়ে। বল পাস দিলে নাসিরউদ্দিন চৌধুরী দলকে উপহার দেয় আরেকটি গোল। কিংস এগিয়ে যায় ২-১। দ্বিতীয় হাফের খেলা শুরুর পর মুক্তিযোদ্ধা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে বসুন্ধরা কিংস গোল সংখ্যা বাড়াতে একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৬৮ মিনিটে মধ্য মাঠ হতে বল নিয়ে মুক্তিযোদ্ধার ডি বক্স প্রবেশ করে কাজে লাগিয়ে দেয় বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিনিসিয়াস। কিংসরা এগিয়ে যায় ৩-১ গোলে।
×