ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

প্রকাশিত: ১০:৫৭, ৩০ জুন ২০১৯

 বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কার্যনির্বাহী পরিষদের সভা ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। প্রায় চারঘণ্টাব্যাপী সভায় ফেডারেশনের ভবিষ্যত কর্ম পরিকল্পনাসহ জাতীয় দল ও ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়। ইব্রাহিম সাবের, মোহাম্মদ মহসীনসহ হকি ফেডারেশনের প্রয়াত সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের স্মরণে সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় যে সিদ্ধান্তগুলো নেয়া হয় তা হলো : ১. আগস্টের শেষ সপ্তাহে বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে, ২. ইনডোর এশিয়া কাপ গামী দলের ম্যানেজারের দায়িত্ব ফেডারেশনের নির্বাহী সদস্য জামিল আব্দুল নাসেরকে অর্পিত করা হবে, ৩. আম্পায়ার্স কোর্সে অংশগ্রহণকারী ২৮ জনের ফলাফল অনুমোদিত, এতে এক নারী আম্পায়ারও আছেন, ৪. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হবে, ৫. জুলাইয়ের শেষ সপ্তাহে ইনডোর কোচেস কোর্স আয়োজিত হবে, ৬. কমিশনের ভিত্তিতে সাব-কমিটি গঠিত হবে, ৭. শুধু বিকেএসপির ওপর নির্ভরশীল না হয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় প্রতিভা অন্বেষণ ও এ্যাস্ট্রোটার্ফ স্থাপন করা হবে এবং ৮. খুব শীঘ্রই স্কুল হকি টুর্নামেন্ট আয়োজিত হবে, এই আসর থেকে উঠে আসা প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।
×