ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৩৬০ ডিগ্রীর সুইমিং পুল!

প্রকাশিত: ১০:৪৫, ৩০ জুন ২০১৯

৩৬০ ডিগ্রীর সুইমিং পুল!

বিশ্বের প্রথম ৩৬০ ডিগ্রী ইনফিনিটি পুলের নকশা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে লন্ডন। সবচেয়ে বিষ্ময়কর বিষয় হলো, এই সুইমিং পুলে নামার কোন রাস্তা নেই। ৫৫ তলা ভবনের ওপর তৈরি সুইমিং পুলটির মেঝে ও চারপাশ ট্রান্সপারেন্ট। যেহেতু সুইমিং পুলের মেঝে ট্রান্সপারেন্ট, স্বাভাবিকভাবে বহুতলের ছাদটিও ট্রান্সপারেন্ট। যাতে নিচ থেকে সাঁতার ও আকাশ একসঙ্গে দেখা যায়। সুইমিং পুলটি তৈরি করেছে কম্পাস পুল। ডিজাইনার ও টেকনিক্যাল ডিরেক্টর এ্যালেক্স কেমসলে বলেছেন, তারা যখন এটি নির্মাণের কথা ভাবেন, তখন মাথায় রেখেছিলেন এখানে যারা স্নান করবে, তারা যেন একসঙ্গে পুলের নিচ ও আকাশ দেখতে পায়। তাই এই ব্যবস্থা। পুলে প্রবেশ করতে বা পুল থেকে বের হতে গেলে একটি ঘোরানো সিঁড়ির সাহায্য নিতে হবে।-সিএনএন
×