ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাসেম খানের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত

প্রকাশিত: ১০:৪৪, ৩০ জুন ২০১৯

  হাসেম খানের  শারীরিক অবস্থা  আশঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টার ॥ বুকে ব্যথাজনিত কারণে হঠাৎ গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। সেদিনই বাসা থেকে তাকে নিয়ে ভর্তি করা হয় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি ও আশঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে শনিবার উত্তরার বাসভবনে ফিরেছেন এই শিল্পী। জনকণ্ঠকে শিল্পীর আশঙ্কামুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, হাশেম খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে শনিবার বাসায় নিয়ে আসা হয়েছে। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের উদ্যোগে দ্বাদশতম মিসবাহউদ্দিন খান স্মারক বক্তৃতা দেয়ার কথা ছিল হাশেম খানের। ‘শিল্পীর স্কেচ খাতা’ শিরোনামে একটি বইও প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু তার শারীরিক অবস্থায় ভাল না থাকায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে জানিয়ে মুনতাসীর মামুন বলেন, তিনি সুস্থ হলে স্মারক বক্তৃতার পাশাপাশি তার স্কেচ খাতার মোড়ক উন্মোচন করা হবে। এর আগে হাশেম খানের ছেলে শান্তুনু খান জানান, বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় হাশেম খানকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। হাশেম খান ১৯৪১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। খ্যাতিমান চিত্রশিল্পী তিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন। ২০১১ সালে হাশেম খানকে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার স্বাধীনতা পদক পুরস্কার প্রদান করে। তিনি বইয়ের প্রচ্ছদের জন্য ১৬ বার জাতীয় গ্রন্থকেন্দ্র পুরস্কার ও তিনবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করেন।
×