ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের অনৈক্য দূরীকরণের উদ্যোগ ইন্দোনেশিয়ার

প্রকাশিত: ১০:১৬, ৩০ জুন ২০১৯

 রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের অনৈক্য দূরীকরণের উদ্যোগ ইন্দোনেশিয়ার

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অনৈক্য দূর করার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে যোগ দেয়ার ছয় মাসের মধ্যে মানবাধিকার ইস্যুতে এমন উদ্যোগ নিলো দেশটি। খবর ইয়াহু নিউজের। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় দৃশ্যত নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে। সদস্য দেশের মধ্যে ক্রমবর্ধমান অনৈক্যের ফলে শরণার্থী সঙ্কটের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা যায়নি। রোহিঙ্গা ইস্যুতে যে কোন প্রস্তাব পাসের ক্ষেত্রে মিয়ানমারের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগে একপায়ে খাড়া চীন ও রাশিয়া। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মতবিরোধ নিয়ে কথা বলেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক পরিচালক গ্রাটা এনদাহ ওয়ারদানিংটেস। তিনি বলেন, এই মতবিরোধ বিদ্যমান। কিন্তু এখন সব ইস্যুতেই তা ক্রমবর্ধমানভাবে দেখা যাচ্ছে। এখনও এমন কিছু ইস্যু আছে যা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তবে এই তালিকা ক্রমেই ছোট হয়ে আসছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সঙ্কটকে ২০১৮ সালের সবচেয়ে খারাপ মানবাধিকার ও মানবিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন। তবে মিয়ানমারের পক্ষে চীন-রাশিয়ার জোরালো পৃষ্ঠপোষকতার ফলে নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে অচলাবস্থার অবসান ঘটানো সম্ভব হয়নি। মাত্র একবারই সেখানে রোহিঙ্গা ইস্যু এজেন্ডাভুক্ত হয়েছে। তবে কোন প্রস্তাব পাস করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়া তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে প্রায়োগিক দিকেই মনোনিবেশ করছে। বৃহস্পতিবার জাকার্তায় পররাষ্ট্রনীতি বিষয়ক এক আলোচনার পার্শ্ববৈঠকে গ্রাটা বলেন, আমরা যেভাবেই বিতর্ক করি না কেন, শুরু থেকেই কোন ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি না থাকলে কখনও কখনও নিরাপত্তা পরিষদও কার্যকারিতা হারাবে।
×