ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল যুগে এনালগ কাজ নয় ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ১০:১২, ৩০ জুন ২০১৯

ডিজিটাল যুগে এনালগ কাজ নয় ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ জনগণের করের টাকায় বেতন হয়Ñ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সরকারী চাকুরেদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, জনগণের টাকা খাচ্ছেন। তাদের জন্য কাজ করেন। দিনের কাজ দিনে শেষ করবেন, বসিয়ে রাখবেন না। শনিবার রাজধানীর এনইসি ভবনে স্টেক হোল্ডার্স কনসালটেশন ওয়ার্কশপ অন এডিপি-আরএডিপি বাজেট ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ডিজিটাল প্রযুক্তির যুগে নানা সুযোগ-সুবিধা নেয়ার পরও কাজের বেলায় ‘এনালগ’ থাকায় কর্মকর্তাদের সমালোচনা করেন মন্ত্রী। আহ্বান জানান এই খোলস থেকে বেরিয়ে আসার। মন্ত্রী বলেন, ডিজিটাল যুগে এসেও এনালগ যুগের কাজ করব না। আমাদের কাজ সেøা হলে জাতির জন্য মঙ্গলকর হবে না। আপনি কাউকে ভয় পাবেন না। এখানে মন্ত্রী-সচিব সবাই সমান। আমরা নিজের কাজগুলো নিজেরা করব। ডিজিটাল ডেটাবেজ সিস্টেমের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারী প্রকল্পগুলোতে প্রচুর অর্থ ব্যয় করছে। কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না। কাজের প্রতি দরদ নেই। আপনারা এই খোলসের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। খোলসে কেবল জনগণের ক্ষতি হয় না, সরকারেরও ক্ষতি হয়। আমাদের মধ্যে অসংখ্য ঝঞ্ঝাট আছে। আসুন এগুলো বাদ দেই। যে কোন জায়গায় ফাইল নিয়ে আসার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমার কাছে আপনারা নিজের পছন্দমতো ফাইল নিয়ে আসেন। কিন্তু জনকল্যাণমূলক ফাইল আনেন না, এটা করবেন না। আমি আপনাদের বিশ্বাস করে সব ধরনের ফাইল অনুমোদন করে দেই। কর্মশালায় পরিকল্পনা সচিব নূরুল আমিন বলেন, বছরের শেষবেলা এসে প্রতিটি মন্ত্রণালয় ফাইল পাঠাচ্ছে অর্থ ছাড়ের জন্য। প্রকল্পগুলোর সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে আমার যথেষ্ট চিন্তা হচ্ছে। আগামীতে এসব প্রকল্প ১৫ জুনের মধ্যে শেষ করার জন্য বলা হবে। আমরা সব ফাইল অনলাইনভিত্তিক করব। যাতে ফাইল নিয়ে দৌড়ঝাঁপ করতে না হয়। আমাদের অফিস হবে পেপারলেস। সেমিনারে বক্তারা বলেন, বাজেট ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য একটি নতুন ডিজিটাল ডেটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে পরিকল্পনা কমিশন। এটি বাস্তবায়নে খরচ হবে ৩৯ কোটি ৮ লাখ টাকা। ২০১৭ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে কার্যক্রম বিভাগ। এর মাধ্যমে একটি কার্যকর নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) স্থাপনসহ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনার জন্য পর্যাপ্ত ম্যানুয়াল ও প্রটোকল প্রস্তুত করা হবে। উচ্চতর প্রশিক্ষণ এবং শিক্ষা কর্মসূচীর মাধ্যমে বাজেট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো হবে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক সাইদুজ্জামান জানান, ডেটাবেজ প্রণয়নের জন্য আইবিসিএস-প্রাইম্যাক্স নামক প্রতিষ্ঠানকে গত বছরের ১৪ আগস্ট নিয়োগ করা হয়েছে। আগামী ১৩ আগস্টের মধ্যে কার্যক্রম শেষ করার কথা। বর্তমানে ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ শেষ হয়েছে। সফটওয়্যার পরীক্ষামূলকভাবে চলার জন্য একটি কর্মশালা ও পাইলটিং করার জন্য পাবলিক সার্ভিস কমিশনে ( পিএসসির) অনুমোদন পাওয়া গেছে। এ মাসের শেষে পাইলটিং কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যেই ৪টি স্থানীয় প্রশিক্ষণ, দুটি বৈদেশিক প্রশিক্ষণ ও একটি শিক্ষা সফর সমাপ্ত হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং পরিকল্পনা কমিশনের ১ হাজার থেকে ১২ শ’ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
×