ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ শীঘ্রই ॥ মোজাম্মেল হক

প্রকাশিত: ১০:১১, ৩০ জুন ২০১৯

 মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ শীঘ্রই ॥ মোজাম্মেল হক

সংসদ রিপোর্টার ॥ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশনকৃত তথ্যে ডেটাবেজ সংরক্ষিত আছে। এটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে সংরক্ষিত আছে। অচিরেই সারাদেশে একদিনে, একযোগে ডিজিটাল সনদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ডেটাবেজে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদসহ বিভিন্ন ধরনের গেজেট ডিজিটাইজেশনকৃত তথ্য সংরক্ষিত রয়েছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে প্রদর্শিত হচ্ছে। তিনি বলেন, দেশের বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই সারাদেশে একদিনে-একযোগে ডিজিটাল সনদ প্রদান করা হবে। সরকারী দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, এ যাবৎ ৩ হাজার ১০৭ বুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। গত ১০ বছরে বাদ পড়া মুক্তিযোদ্ধা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বেসামরিক গেজেট, নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা), মুজিবনগর সরকারের কর্মচারী, চিকিৎসাসেবা প্রদানকারী মেডিক্যাল টিম, শব্দসৈনিক, শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সর্বমোট ৪ হাজার ১৮৮ মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। দুর্নীতির দায়ে বিমানের তিন কর্মকর্তা ওএসডি ॥ অদক্ষতা ও দুর্নীতির দায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন কর্মকর্তাকে কর্মহীন (ওএসডি) করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পযটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। এছাড়া অদক্ষতা ও দুর্নীতির জন্য ১০ জনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা চালু করা হয়েছে। সরকারী দল আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি সেবাধর্মী বাণিজ্যিক প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য দক্ষ জনবল তৈরি বা নিয়োগ করার কোন বিকল্প নেই। বর্তমানে মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবহন ও পর্যটনমন্ত্রী জানান, বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ ক্যাটাগরি-১ এ উন্নীত হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ক্যাটাগরি-১ উন্নীত হওয়ার লক্ষ্যে বেবিচক কর্তৃক কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া এ বছরের শেষ নাগাদ ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু করা সম্ভব হবে।
×