ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিএমজেএফ’ স্বরণীকা উপকমিটি গঠন

প্রকাশিত: ১০:০১, ২৯ জুন ২০১৯

‘বিএমজেএফ’ স্বরণীকা উপকমিটি গঠন

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে “জাতির জনকের সোনার বাংলা প্রতিষ্ঠা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ‘মুক্তিযুদ্ধই চেতনা’ নামক স্বরণীকা প্রকাশের লক্ষে নিম্নোক্ত ২১ (একুশ) সদস্য বিশিষ্ট স্বরণিকা উপকমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয় : বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম, সম্মাণীত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী রেজা লস্কর বাবলু, বীর মুক্তিযোদ্ধা ড: মমতাজ খানম, বীর মুক্তিযোদ্ধা হাজী আ: রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আ,স,ম শিবলী রেজা, বীর মুক্তিযোদ্ধা মো: মোবারক হোসেন, বীর মুক্তযোদ্ধা এ্যাড. মো: ফায়েজুর রহমান, মো: আব্দুল আজিজ, আলমগীর কবির সাজিদ, রওশন আরা রুবি, গাজী আলম ভূইয়া, মো: আ: রশিদ মন্ডল রানা, মো: আমছার আলী, মো: গিয়াস উদ্দিন খান, মো: রেজাউল করিম, মোশারফ হোসেন জসিম পাঠান, মো: মোস্তাহারুল হাসান (হাকিম), সার্জেন্ট (অব:) মো: ওবায়েস উদ্দিন, মো: শহিদুল্লাহ । প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল যিনি উপ কমিটির সাচিবিক দায়িত্ব সহ জাতীয় নির্বাহী কমিটি, কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সাথে সমন্বয় সাধন করবেন।
×