ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘চীন-জাপান সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চাই’

প্রকাশিত: ০৯:৪৭, ৩০ জুন ২০১৯

 ‘চীন-জাপান সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চাই’

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ছে চীন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন ও জাপানের মধ্যে সম্পর্কের ইতিহাস উত্তেজনাপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্যনীতি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়ে উদ্বেগ দুই দেশকে একে অপরের কাছে এনেছে। জাপানে এবারের জি-২০ সম্মেলনের ফাঁকে সাক্ষাত করেছেন চীন ও জাপানের দুই নেতা। জাপানের প্রধানমন্ত্রী আবে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট শির সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি জাপান-চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। -বিবিসি
×