ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:০৩, ৩০ জুন ২০১৯

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের   ৪৮৮ কোটি টাকার  বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব ও উন্নয়নসহ মোট ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত এ সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন হতাম না, এমনকি বাংলাদেশ রাষ্ট্রও পেতাম না। বঙ্গবন্ধু বাঙালী জাতির মুক্তির দিশারী ও মুক্তিদাতা। আমরা যথাযোগ্য মর্যাদায় এ মহামানবের জন্মশতবার্ষিকী (২০২০-২০২১) পালন করতে চাই। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ২২৬০ কলেজে বছরব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হবে। সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক গৃহীত হয়। ৪৮৮ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার বাজেটের মধ্যে পৌনঃপুনিক (রাজস্ব) ২৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচীর জন্য ২০২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিনেটে উত্থাপিত বাজেট গৃহীত হয়। উপাচার্যের অভিভাষণের ওপর আলোকপাত করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক খন্দকার বজলুল হক, বিভাগীয় কমিশনারবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষসহ ১৬ সদস্য বক্তব্য রাখেন। তারা জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
×