ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাতিল হলো জনমত যাচাইয়ের গণভোটের বিধান

প্রকাশিত: ০৮:৫৮, ২৯ জুন ২০১৯

বাতিল হলো জনমত যাচাইয়ের গণভোটের বিধান

সংসদ রিপোর্টার ॥ জনমত যাচাইয়ে উঠে গেল গণভোটের বিধান। অর্থবিল ২০১৯ পাসের মধ্যদিয়ে সামরিক শাসনামল থেকে দেশে চলে আসা এই বিধানটি বাতিল করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানে এই বিধানটি ছিল না। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকার ক্ষমতায় আসেছ। সামরিক ডিক্টেটররা নিজেদের রাষ্ট্রপতি করার জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে হ্যা না ভোটের প্রচলন করার জন্য এই গণভোটের বিধান প্রচলন করেন। জিয়াউর রহমান এই বিধান চালুর মাধ্যমে দেশে প্রথম হ্যা না ভোটের প্রচলন করেছিলেন। পরবর্তীতে তা অব্যাহত থাকে। ফলে জনমত যাচাইয়ের জন্য সংসদ সদস্যরা বাজেটের ক্ষেত্রেও এই বিধান প্রুয়োগ করে আসছিলেন। এই বিধান বাতিলের ব্যাপারে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। এ কারণে সরকার সামরিক সরকারের আমলে চালুকৃত এই বিধানটি বাতিলের উদ্যোগ নেয়। অর্থ বিল ২০১৯ এর মাধ্যমে এই বিধান বাতিল করা হলো। এ প্রসঙ্গে শনিবার জাতীয় সংসদে অর্থ বিলের ওপর আনীত সংশোধনীর ওপর বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণভোটের বিধান ১৯৭২ সালে ছিল ন। জিয়া বিচারপতি সায়েমকে সরিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণার জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে এই বিধান চালু করে। তিনি বলেন, গণভোট কখনও জনমত যাচাইয়ের পন্থা হতে পারে না। তাই এটা আমরা বাতিল করার প্রুস্তাব করেছি। এ ব্যাপারে হাইকোটেরও নির্দেশনা আছে বলে তিনি সংসদকে জানান।
×