ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৪, ৩০ জুন ২০১৯

 দুর্নীতিবিরোধী বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হওয়ার সঙ্গে জড়িত মূল হোতাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীরা ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা বলেন, নিয়োগ বাণিজ্যের মূল হোতাকে বাদ দিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। অডিও ফাঁসের মাধ্যমে বোঝা যাচ্ছে কে মূল হোতা। কিন্তু দুই শিক্ষককে বরখাস্ত করা হলেও তাকে কেন করা হয়নি? আমরা ঘটনার সঙ্গে জড়িত সকলের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্তের দাবি জানাচ্ছি। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ইবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত হওয়ার পিছনে ভিসির সরাসরি হাত রয়েছে বলে দাবি করেন।
×