ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হংকংয়ের শাখাবিহীন ব্যাংক!

প্রকাশিত: ০৭:৩১, ৩০ জুন ২০১৯

  হংকংয়ের শাখাবিহীন ব্যাংক!

ব্যাংক বলতেই চোখে ভেসে উঠে এমন এক জায়গা যেখানে থাকবে প্রচুর টাকার নোট। নানা পেশার লোকজনের ভিড়ে মুখরিত হয়ে চলবে লেনদেন। কিন্তু প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসছে। সম্প্রতি হংকং এ এমন এক ব্যাংক চালু হতে যাচ্ছে যাতে কোন কাগুজে অর্থ থাকবে না। লেনদেন হবে ই-ক্যাশ বা ইলেক্ট্রনিক মানিতে। অর্থাৎ সব টাকা এখানে ডিজিটাল অবস্থায় থাকবে। চীনের সাংহাইয়ের বাসিন্দা লিউ নিয়মিত হংকং এর সঙ্গে বাণিজ্য করেন। তিনি সমস্ত লেনদেনই অনলাইনে করে থাকেন। ব্যাংকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে তিনি বিরক্ত বোধ করেন। একটি প্রযুক্তি ফার্মের পরিচালক লিউ জানান, এ জন্য তিনি বেশ কয়েকটি সিস্টেম এবং এ্যাপের সাহায্য নিয়ে থাকেন। বর্তমানে গ্রাহকদের সুবিধা বিবেচনা করে চীনের প্রায় সব ব্যাংকই মোবাইল পরিসেবার সুযোগ দিয়ে থাকে। গত মাসে হংকং-এর ব্যাংকিং বিষয়ক সর্বোচ্চ কর্তৃপক্ষ Hong Kong Monetary Authority (HKMA), সর্বোচ্চ ভার্চুয়াল ব্যাংকিং-এর জন্য ৪টি ব্যাংককে লাইসেন্স দেয়। এদের মধ্যে আছে উইল্যাব এবং ব্যাংক অব চায়নার যৌথ উদ্যোগ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, জংএ্যান অনলাইন। সব মিলে ৩৩টি কোম্পানি এই লাইসেন্স পেতে আবেদন করেছিল। ধারণা করা হচ্ছে এসব ব্যাংক স্থানীয় মুদ্রায় অন্তত ৩০০ মিলিয়ন বিনিয়োগ করবে। নিয়ম অনুযায়ী এই ব্যাংকগুলোর কোন শাখা থাকতে পারবে না যেখানে সশরীরে গিয়ে লেনদেন করা যায়। সারা বিশ্বই প্রযুক্তির উন্নতির ফলে একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। মানুষ সময় সাশ্রয়ী এবং নিত্য নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠছে। কেনাকাটা, ভাড়া বা বিল মেটানোর জন্য এতদিন কিউআর কোড স্ক্যান করে হংকং এ অর্থ পরিশোধ করা যেত। তবে এখন একই পদ্ধতিতে বড় বড় কোম্পানিগুলো নিজেদের লেনদেনের সুযোগ পাবে। তেমনই এই ই-ব্যাংকগুলো থেকে ঋণও নেয়া যাবে। চীনের তুলনায় হংকংয়ে অনলাইন লেনদেন বেশ কম। চীনের ৭৮ শতাংশ নাগরিক কোন না কোনভাবে মোবাইল ব্যাংকিং-এর সঙ্গে যুক্ত যেখানে হংকংয়ে এই সংখ্যা মাত্র ৪৩ শতাংশ। এই সংখ্যা দ্রুতই বাড়ছে এবং একসময় প্রথাগত ব্যাংকিংয়ের চেয়ে ভার্চুয়াল ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তার ঝুঁকি নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। ব্যাংকাররা আশাবাদী এই সমস্যাও খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠা যাবে। হংকংয়ে বর্তমানে ১৫৪টি ব্যাংক আছে। নতুন ধরনের ব্যাংকগুলোর সঙ্গে তাদের প্রতিযোগিতা কেমন হবে সময়ই বলে দেবে। -আল জাজিরা অবলম্বনে
×