ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:২০, ৩০ জুন ২০১৯

 ক্যাম্পাস সংবাদ

‘কমনওয়েলথ অব লার্নিং’ সভায় সাবেক শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কমনওয়েলথ অব লার্নিং-এর বোর্ড অব গবর্নরের বার্ষিক সভায় যোগ দিতে কানাডা পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কানাডার ভ্যানকোভারে অনুষ্ঠিত এই সভায় বোর্ড অব গবর্নরের সদস্য হিসেবে সাবেক মন্ত্রী যোগ দেন। প্রতিষ্ঠানের অডিট, সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও নতুন করণীয় নির্ধারণসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে দুই দিনের এই বোর্ড সভায় আলোচনা ও সিদ্ধান্ত হবে। গত ৩ বছর ধরে এশিয়ার প্রতিনিধি হিসেবে বোর্ড অব গবর্নরের সদস্য তিনি। উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে এখন সমৃদ্ধির পথে বাংলাদেশ। স্কুলে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার কমে যাওয়া, কারিগরি শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার সংস্কার, উচ্চশিক্ষায় গবেষণা, অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ। * গ্লোবাল ইনক্লোশন সামিটে ড্যাফোডিল অধ্যক্ষ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন ১৯ এবং ২০ জুন অনুষ্ঠিত গ্লোবাল ইনক্লোশন সামিটে অংশগ্রহণের জন্য সাউথ আফ্রিকার জোহানেসবার্গে গমন করেছেন। ২ দিনব্যাপী এই সামিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন। ১৯ জুন গ্লোবাল ইনক্লোশনের একটি প্যানেল ডিসকাশনে তিনি প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এবং ২০ জুন ফাইন্যান্সিয়াল ইনক্লোশন সম্পর্কিত একটি ওয়ার্কশপে ফ্যাসেলিটিটর হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপটি পরিচালনা করেন। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৩ সাল থেকে যুব এবং কিশোরদের জীবনমান উন্নয়নে, দক্ষতা উন্নয়নে এবং উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, ফলে স্বীকৃতিস্বরূপ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতিও ইতোমধ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট অর্জন করেছে। * ডিআইইউ-এর উদ্যোগে সেমিনার সম্প্রতি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল টোব্যাকো কন্ট্রোল এ্যান্ড রিসার্স সেল (টিসিআরসি), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়ন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও যুগ্ম-সচিব জনাব খায়রুল আলম সেখের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব নূর-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন ও রাজশাহীর জেলার জেলা প্রশাসক জনাব এস এম আব্দুল কাদের। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল এবং দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচী ব্যবস্থাপক জনাব আমিনুল ইসলাম সুজনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির সদস্য সচিব ও প্রকল্প ব্যবস্থাপক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান। এছাড়াও কর্মশালায় তামাক ব্যবহারের কারণে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে জনসাধারণকে মুক্ত রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচী ব্যবস্থাপক জনাব আমিনুল ইসলাম। * মাইলস্টোন স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর প্রাত্যহিক জীবানাচরণকে উপজীব্য করতে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে। শিক্ষার্থীদের মেধা যাছাই করার উদ্দেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজক ছিল মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ইংরেজী মাধ্যম জুনিয়র সেকশন। গত ২৫ জুন অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পরিচালক মোঃ মারুফ নাওয়াজ। প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষক আফিদা রহমান কমলিকা, মাইলস্টোন স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসাইন এবং উপাধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.)। প্রতিযোগিতায় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে ৪র্থ শ্রেণীতে অধ্যয়নরত ইংরেজী মাধ্যমের বিশ জন ছাত্রছাত্রী চারটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করে। ক্যাম্পাস প্রতিবেদক
×