ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের কাছে হারবে বাংলাদেশ ॥ মাঞ্জেরেকার

প্রকাশিত: ১১:০৫, ২৯ জুন ২০১৯

 পাকিস্তানের কাছে হারবে বাংলাদেশ ॥ মাঞ্জেরেকার

স্পোর্টস রিপোর্টার ॥ এখনও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইটা জমজমাট। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ নিশ্চিত করতে পারেনি সেমি। অথচ ৭টি করে ম্যাচ প্রায় সবগুলো দল খেলে ফেলেছে। সেই রেসে আছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থাকা বাংলাদেশ এবং ৬ নম্বরে থাকা পাকিস্তান। উভয় দলের পয়েন্ট এই মুহূর্তে ৭ ম্যাচ শেষে ৭ করে। টানা দুই ম্যাচই জিততে হবে দু’দলকে শেষ চারে ওঠার জন্য। রবিন লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই চরম উত্তাপ সৃষ্টি হয়েছে। অনেকেই ম্যাচটি নিয়ে পূর্বাভাস দিয়ে যাচ্ছেন চুলচেরা বিশ্লেষণ থেকে। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে বিখ্যাত ধারাভাষ্যকার দুরন্ত হয়ে ওঠা পাকিস্তানের পক্ষেই রায় দিয়েছেন। তিনি মনে করেন লর্ডসে অনুষ্ঠিতব্য লড়াইয়ে পাকদের কাছে হেরে যাবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের বর্তমান পজিশন অনুসারে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে এই মুহূর্তে বাংলাদেশ। তারাই সবচেয়ে বড় হুমকি ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে থাকা ইংলিশদের জন্য। কারণ পাকিস্তান এবং শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে এগিয়ে আছে টাইগাররা। শেষ পর্যন্ত পয়েন্ট সমান হয়ে গেলে তাই ইংল্যান্ডের হুমকি হতে পারে বাংলাদেশই। যদিও বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি রানরেট নিয়ে এগিয়ে ইংল্যান্ড। বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে খেলেছে তা নজর কেড়েছে সবার। অস্ট্রেলিয়ার মতো দলটির বিরুদ্ধেও বাংলাদেশ দল পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল। তাই সেমিতে ওঠার রেসে অনেকেই এখন বাংলাদেশের পক্ষে। তবে অতীতে কোন বিশ্বকাপে এমন কাজ করতে পারেনি তারা। তবে পাকিস্তানের পক্ষে এমন কিছু করার রেকর্ড আছে ১৯৯২ বিশ্বকাপেই। সেবার শিরোপা জিতেছিল তারা এবং আশ্চর্যজনকভাবে এবার দলগত পারফর্মেন্স হুবুহু সে রকমই হচ্ছে তাদের। যেভাবে শুরু করেছিল পাকরা, তাতে করে তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল সবাই। কিন্তু ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছে তারা। এখন তাই দুরন্ত পাকিদের অদম্যই ভাবছে সবাই। সেই ভাবনা থেকে বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে এখন পাকদেরই এগিয়ে রাখছেন অনেকে। সেমিতে ওঠার লড়াইটি শেষ পর্যন্ত সম্ভবত বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেই হতে যাচ্ছে। যে দলটি জিতবে তারাই সেমিতে যাবে এমনটি হতে পারে যদি ম্যাচটি খেলার আগে ইংল্যান্ড বাকি দুই ম্যাচে হারে এবং বাংলাদেশ-পাক উভয় দলের পয়েন্ট ৯ থাকে। কিন্তু এই মুহূর্তে পাকদের গায়ে আঁচড় কাটা কঠিন যে কোন দলের জন্য। এমনটাই মনে করছেন মাঞ্জরেকার। তিনি মনে করছেন বাংলাদেশকে হারিয়ে দেবে পাকিরা। বিশ্বকাপের শুরুটা ছন্দহীন হলেও বর্তমানে দুর্দান্ত ফর্মে ফেরা পাকিস্তানকে নিয়ে এমনই বিশ্বাস তার। তিনি বলেন, ‘পাকিস্তানের দুটি ম্যাচ আছে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে। তারা যে ফর্মে আছে, আপনি প্রত্যাশা করবেন বাংলাদেশ এবং আফগানিস্তানকে অনায়াসে হারাতে পারে।’ আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।
×