ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভয়কে জয় করে সেমিফাইনালে ব্রাজিল

প্রকাশিত: ১১:০৪, ২৯ জুন ২০১৯

  ভয়কে জয় করে সেমিফাইনালে ব্রাজিল

জাহিদুল আলম জয় ॥ কোপা আমেরিকার আগের দুই আসরেই (২০১৬ সালে শতবর্ষী আসর বাদে) প্যারাগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। দু’বারই ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে কাঁদতে হয়েছিল নেইমার-মার্সেলোদের। অবাক করা বিষয়, চলমান কোপা আমেরিকার ৪৬তম আসরেও এই দুই দল ফের মুখোমুখি হয়। মঞ্চটা আবারও সেই কোয়ার্টার ফাইনাল। তবে এবার ফলাফল উল্টো হয়েছে। আগের দুইবার হারের প্রতিশোধ নিয়ে এবার জয় পেয়েছে ব্রাজিল। সাম্বা ছন্দের দেশ জিতেছে আবার সেই টাইব্রেকারে। শুক্রবার সকালে ব্রাজিলের পোর্তো এ্যালেগ্রেতে আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটসহ মোট ১২০ মিনিটের খেলা গোলশূন্য অমীমাংসিত থাকে। ম্যাচের আগে টাইব্রেকারের অনিশ্চয়তা নিয়ে ভীতির কথা জানিয়েছিলেন ব্রাজিল কোচ টিটে। বারবার একই প্রতিপক্ষের কাছে একইভাবে হারের কারণেই ভীতিটা ছিল। তবে এবার ভয় জয় করতে পেরেছে বিখ্যাত হলুদ জার্সিধারীরা। ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। কিন্তু প্যারাগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙ্গতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৫৮ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের ডিফেন্ডার ফ্যাবিয়ান ব্যালবুয়েনা। রবার্তো ফিরমিনোকে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক ফাউল করায় তাকে লালকার্ড দেখান রেফারি। এই সুযোগটাও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। খর্বশক্তির দলের বিপক্ষে ৪০ মিনিটেরও বেশি সময়ও একজন কম পেয়ে গোল পায়নি পাঁচবারের বিশ্চ্যাম্পিয়নরা। এই সময়ে শুধু একবার গোল করার খুব কছাকাছি পৌঁছতে পেরেছিল টিটের দল। কিন্তু উইলিয়ানের বুলেট গতির শটের বল বারে লেগে প্রতিহত হয়। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোন দল গোল পায়নি। ম্যাচ টাইব্রেকারে গড়ালে দুশ্চিন্তায় পড়ে ব্রাজিল। কিন্তু প্যারাগুয়ের গুস্তাভো গোমেজের প্রথম শটটি রুখে দিয়ে ব্রাজিলকে শুরুতেই এগিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক এ্যালিসন। কিন্তু তার ওই সাফল্য ম্লান হয়ে যায় রবার্তো ফিরমিনো গোল করতে ব্যর্থ হলে। তার শটটি গোলপোস্টের বাইরে দিয়ে যায়। তবে প্যারাগুয়ের ডার্লিস গঞ্জালেসের শট বাইরে গেলে ফের সম্ভাবনার দুয়ার খুলে যায় ব্রাজিলের সামনে। স্পট কিকের শেষ শট থেকে গ্যাব্রিয়েল জেসুস গোল করে ব্রাজিলকে স্বস্তির জয় এনে দেন। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতেও দুঃসংবাদ শুনতে হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর উল্লাসে মেতে ওঠে ব্রাজিলের ফুটবলভক্তরা। উল্লাস করার মাঝেই সমকামিতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। ম্যাচের মধ্যে তাদের এরকম স্লোগান প্রতিনিয়তই শুনতে পেয়েছেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্বে। এমনকি কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে সমকামিতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সেলেসাওরা। যা আর সহ্য করেনি দক্ষিণ আমেরিকার কনমেবল। এ জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) ১৫ হাজার ডলার জরিমানা করতে বাধ্য হয় দক্ষিণ আমেরিকা গভর্নিং কমিটি। যা বাংলাদেশী মূল্যে ১২,৬৮,৩২৫ টাকা। ব্রাজিল ছাড়াও কোপা আমেরিকায় জরিমানা করা হয়েছে আরেক শক্তিশালী দল উরুগুয়েকেও। গ্রুপপর্বে জাপানের বিরুদ্ধে ম্যাচে হাফ টাইমের পর মাঠে আসতে দেরি করায় ১০ হাজার ডলার জরিমানা করা হয় সুয়ারেজ-কাভানিদের। যা বাংলাদেশী মূল্যে ৮,৪৫,৫৫০ টাকা। ম্যাচ শেষে ব্রাজিল কোচ টিটে মাঠের সমালোচনা করে বলেন, দলের খেলার উন্নতির জায়গা রয়েছে। কিন্তু সেটা সম্ভব হবে যখন আপনি ভাল একটা মাঠে খেলবেন। সব খেলোয়াড়রা আমাকে মাঠ নিয়ে নালিশ করতে বলেছে। এটা অদ্ভুত ব্যাপার। এ রকম শীর্ষ পর্যায়ের ম্যাচ এমন মাঠে, যেখানে বল পাস দেয়া খুবই কঠিন। তিনি আরও বলেন, বল সামনে পাস দিতে আমাদের তিনবার টোকা দিতে হয়েছে। এত বাজে মাঠ থাকাটা হাস্যকর। বিশ্বের কোথাও এমন বাজে মাঠ পাওয়া অচিন্ত্যনীয় ব্যাপার।
×