ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মনে করছেন বাংলাদেশ স্পিনার আব্দুর রাজ্জাক

বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারে সাকিব

প্রকাশিত: ১১:০০, ২৯ জুন ২০১৯

বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। ২ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী উত্তাপ ছড়িয়েছেন। তিনি মনে করছেন, পাকিস্তান যেন সেমিফাইনালে না উঠতে পারে এ জন্য ইচ্ছে করে বাংলাদেশের কাছে হারবে ভারত। উদ্ভট কথাবার্তা। সেদিকে নজর দেয়ার সময় নেই আর কারও। বাংলাদেশ স্পিনার আব্দুর রাজ্জাক আছেন নিজ দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব যে খেলা খেলছেন তাতে মুগ্ধ রাজ্জাক। তিনি মনে করছেন, ‘বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারে সাকিব।’ আইসিসির কলামে রাজ্জাক লিখেছেন, ‘সাকিব আল হাসান যা করছে, সেটা চমৎকার। এক কথায় অবিশ্বাস্য ব্যাটিং। অনেক উন্নতি করেছে সাকিব, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে বাদ পড়েছিল সে এবং কঠোর অনুশীলন করতে হয়েছিল তাকে। গুরুত্বপূর্ণ হলো উন্নতির জন্য কি করতে হতো জানতো সে এবং সেটাই সে করেছিল।’ দুটি বিশ্বকাপ (২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ) খেলে ১৫ ম্যাচে ২০ উইকেট নেয়া রাজ্জাক আরও যোগ করেছেন, ‘অসাধারণ অলরাউন্ডার সে, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা তার আছে। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু আস্তে আস্তে বোলিংয়েও সে উন্নতি করেছে।’ এবার বিশ্বকাপ মাতিয়ে রেখেছেন সাকিব। বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার রান (১০১৬ রান) ও ৩০ উইকেটের (৩৩ উইকেট) কীর্তি গড়েছেন সাকিব। দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট শিকার করেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন। এবারের আসরে সব দল মিলিয়ে এখনও পর্যন্ত সাকিবেরই (৫/২৯) এক ম্যাচে সেরা বোলিং। এবার বিশ্বকাপে বামহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি (১০টি) উইকেটও তার। প্রতি আসরেই প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার সঙ্গে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে হাজার রান করেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার তারই দখলে। বিশ্বকাপে সাকিবের রানও এখন ৬ ম্যাচে ৯৫.২০ গড়ে ৪৭৬। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোন ক্রিকেটারই এক টুর্নামেন্টে ৪০০ রানের পাশাপাশি ১০ উইকেট নেয়ার কীর্তি গড়তে পারেননি। সাকিব করে দেখান। বিশ্বকাপে দেশের হয়ে সর্বাধিক ম্যাচসেরার পুরস্কারও জিতেন সাকিব। তিনবার এ পুরস্কার জিতেন। দলও সেই ম্যাচগুলোতে জিতে। সাকিবের বোলিংয়ের চেয়ে আসলে ব্যাটিং নৈপুণ্যই সবার চোখে পড়ছে বেশি। তিনি ছয় ম্যাচে ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১ রান করেছেন। একটি ম্যাচে শুধু পঞ্চাশোর্ধ রান করতে পারেননি। কি দুর্দান্ত ব্যাটিং তার। আর তাইতো বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পারেন সাকিব। এমন মনে করছেন রাজ্জাক। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সাকিব ও মুশফিকের ১৪২ ও ৬১ রানের জুটির কথা উল্লেখ করে রাজ্জাক লিখেছেন, ‘এই বিশ্বকাপে মুশফিকুর রহীমের সঙ্গে তার জুটি শক্তিশালী ভূমিকা রাখছে। জুটি গড়ার পথে ভাল বোঝাপড়া সত্যিই গুরুত্বপূর্ণ। এক সঙ্গে তারা অনেকদিন ধরে খেলছে, এখন তারা একে অপরকে ভালভাবে বোঝে। দু’জনেই যোদ্ধা, মানসিক দিক দিয়ে শক্তিশালী এবং স্মার্ট ক্রিকেটারও। এই জুটি ভাল কাজ করছে।’ ভারত-পাকিস্তানকে অন্য চোখে দেখা উচিত হবে না বললেন সাবেক এই স্পিনার, ‘বাংলাদেশ পরের দুই ম্যাচে লড়বে এশিয়ান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানকে। কিন্তু আমাকে বলতেই হচ্ছে, কোন ক্রিকেটারই তার প্রতিবেশীদের স্বাভাবিকের চেয়ে ভিন্ন চোখে দেখছে না। তারা কেবলই প্রতিপক্ষ।’ ভারত চ্যালেঞ্জের জন্য বাংলাদেশ প্রস্তুত বিশ্বাস রাজ্জাকের, ‘এই বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত খুব ভাল দল। অন্যতম ফেবারিট হিসেবে এখানে এসেছে তারা। প্রত্যেকে তাদের নিয়ে কথা বলছে। কিন্তু সেটা আমাদের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আমি নিশ্চিত তারা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ভারতের বিপক্ষে আফগানিস্তানের লড়াই বাংলাদেশের জন্য শিক্ষণীয় বললেন তিনি, ‘ভারতের বিপক্ষে আফগানিস্তানের পারফর্মেন্স থেকে বাংলাদেশ কিছু শিক্ষা নিতে পারে। ম্যাচে আফগানরা বেশ কাছে ছিল। কিন্তু প্রত্যেকের খেলার ভিন্ন কৌশল আছে। ওইদিন আফগানিস্তানের বোলিং ও ফিল্ডিং ছিল চমৎকার। কিন্তু আমরা যদি ভাল ব্যাট করতে পারি এবং আমাদের শক্তিমত্তায় ফোকাস রাখতে পারি, তাহলে আমরাও ভাল করতে পারব। এটা নির্ভর করছে ওইদিনের উইকেট ও পরিস্থিতির ওপর। কিন্তু সামনে যা আছে সেটা নিয়েই খেলতে হবে আপনাকে।’ বার্মিংহ্যামে বিরাট কোহলির দলের ব্যাটিং লাইনআপ নিয়ে মাশরাফিদের সতর্ক থাকা উচিত মনে করেন রাজ্জাক, ‘ভারতের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। জয়ের কোন সুযোগ তৈরি করতে হলে বল হাতে অবশ্যই বাংলাদেশকে তাদের সেরাটা দিতে হবে। তারা (বাংলাদেশ বোলাররা) সেটা পারবে আমার বিশ্বাস। এই দল এখন সত্যিই ভাল খেলছে। আমি এখনও মনে করি সেমিফাইনালে যাওয়াটা খুব কঠিন হবে, কিন্তু তারা তাদের জায়গা থেকে দারুণ সুযোগ তৈরি করেছে।’
×