ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অলির নতুন প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:৫১, ২৯ জুন ২০১৯

 অলির নতুন প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছে  আওয়ামী  লীগ

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপি সভাপতি কর্নেল (অব) অলি আহমদের নতুন প্ল্যাটফর্ম ‘জাতীয় মুক্তি মঞ্চ’কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মঞ্চকে স্বাগত জানিয়ে বলেন, রাজনীতিতে নতুন ফুল ফুটুক-এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই। নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে আসুক। গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক দল নতুন প্ল্যাটফর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা এর বিরুদ্ধে নই। নতুন প্ল্যাটফর্মে রাজনীতি করছে তারা, তারপর দেখা যাবে তারা আসলে কী চায়। প্রসঙ্গতত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই প্ল্যাটফর্মের ঘোষণা দেন অলি আহমদ। ‘জাতীয় মুক্তি মঞ্চ’-এ এলডিপি ছাড়াও আছে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, খেলাফত মজলিস এবং ন্যাশনাল ওলামা মুভমেন্ট। ‘১৯৭১ এর জামায়াত আর ২০১৯ এর জামায়াত এক নয়, জামায়াত এখন দেশপ্রেমিক’ মর্মে অলি আহমদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটা দেখতে হবে সরজমিনে। তারা কী পরিবর্তিত রূপ নিয়ে এসেছে তা কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় কতটা বিশ্বাস করে, এটা কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ হবে। ‘বিচারহীনতার কারণে বরগুনার ঘটনা ঘটেছে’- বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিচারহীনতার সংস্কৃতি দিয়ে বিশ্ব রেকর্ড করেছিল বিএনপি। তাদের মুখে বিচারহীনতার কথা মানায় না। এক জুলাই থেকে নতুন সদস্য সংগ্রহ অভিযান ॥ ওবায়দুল কাদের বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন সদস্য সংগ্রহের অভিযান কর্মসূচী শুরু করবে আওয়ামী লীগ। এবার সদস্য নবায়নের চেয়ে নতুন সদস্য সংগ্রহ গুরুত্ব দেয়া হবে। জেলা, উপজেলা শাখা নিয়মাবলি মেনে সদস্য সংগ্রহের বই করবে ও সদস্য সংগ্রহ করবে-সেই নির্দেশনা দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সঙ্কটের সমাধান আমার কাছে নেই ॥ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগে যে সঙ্কট সৃষ্টি হয়েছে সেটার সমাধান আমার কাছে নেই। এ বিষয়ে আমাদের যে চার সহকর্মী দায়িত্বে আছেন তারা জবাব দিতে পারবেন। ছাত্রলীগে উদ্ভূত সঙ্কটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের ব্যাপারে আমাদের চারজন সহকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। কাজেই এ সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চাইলে তারা জবাব দেবেন।
×