ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১০:৫১, ২৯ জুন ২০১৯

 মঙ্গলবার হজ কার্যক্রম উদ্বোধন  করবেন  রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥ এবার হজের আনুষ্ঠানিক কার্যক্রম-২০১৯ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণত প্রতিবছর হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী মঙ্গলবার দুপুর ২টায় রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতোমধ্যেই আশকোনা হজ ক্যাম্পকে প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনের দুদিন পর ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। ইতোমধ্যে ৪ ও ৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের ১ ও ২ জুলাই আশকোনা হজ ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে হজ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আশকোনা হজ ক্যাম্পে এখন চলছে সাজ সাজ রব। আগামীকাল রবিবার হজ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন হবে। পরের দিন থেকে হজ ক্যাম্পে হজযাত্রীদের আগমন শুরু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় অনলাইনে প্রথমবারের মতো ভিসা প্রদান শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় তিন হাজার ৮০০ হজযাত্রীর ভিসা দেয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর শতকরা ৫০ শতাংশ (৬৩ হাজার ৫৯৯ জন) পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে। গত ১৬ জুন থেকে রাজধানীসহ সারাদেশে হজে গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের ইনফ্লুয়েঞ্জা ও ম্যানেনজাইটিস টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ৭৭ হাজার ৯৯৯ জনের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান সম্পন্ন হয়।
×