ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ‘সমৃদ্ধ বাংলাদেশ’ ম্যুরাল উদ্বোধন

প্রকাশিত: ১০:৩০, ২৯ জুন ২০১৯

 চট্টগ্রামে ‘সমৃদ্ধ  বাংলাদেশ’  ম্যুরাল উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর জেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে ‘সমৃদ্ধ বাংলাদেশ ম্যুরাল।’ শুক্রবার দুপুরে ম্যুরালের ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। ঐতিহাসিক লালদীঘি মাঠ থেকে কোতোয়ালি থানা পর্যন্ত প্রাচীরে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন এই ম্যুরাল। সমৃদ্ধ বাংলাদেশ শিরোনামে এই ম্যুরালে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোট্রেট, সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি, পদ্মা সেতু, ডুবো জাহাজ, উড়াল সেতু, কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, যমুনা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, বুলেট ট্রেন, রামপাল বিদ্যুত কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র এবং এলএনজি টার্মিনালের চিত্র। এর পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশবান্ধব মানুষের বাসস্থান করে দিয়ে এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পাল্টে গেছে অত্র এলাকার পরিবেশ। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
×