ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকের গুহায় জীবন্ত মমি !

প্রকাশিত: ১০:৩০, ২৯ জুন ২০১৯

 ভালুকের গুহায় জীবন্ত মমি !

রাশিয়ার দুর্গম তুভা অঞ্চলে আলেকজান্ডার নামে এক ব্যক্তি ভালুকের গুহায় একমাস আটকে রয়েছেন। জানা গেছে, গুহাটিতে ওই ব্যক্তিকে প্রায় আধমরা করে রেখে যায় একটি ভালুক। ভালুকের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়। ভেঙ্গে যায় তার মেরুদন্ড ! দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় সংক্রমণ ছড়িয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। প্রায় এক মাস ধরে আলেকজান্ডার এই গুহায় পড়ে রয়েছেন। পালিয়েও যেতে পারেননি। এই এক মাস তার খাবার ছিল শুধুই নিজের মূত্র। জঙ্গল আর বরফ ঘেরা পথ দিয়ে কয়েকজন শৌখিন শিকারি শিকারি কুকুর নিয়ে একটি গুহার পাশ দিয়ে যাবার সময় হঠাৎই কুকুরগুলো গুহার ভেতরে ঢুকে পড়ে। পেছন পেছন শিকারীরাও গুহায় ঢোকে। সেখানে ঢুকেই তারা দেখতে পান একটি মমি। প্রথমে তারা মনে করেছিলেন, তারা হয়তো ইতিহাসের কোন একটি গোপন বিষয় আবিষ্কার করে ফেলেছেন। তবে ভুল ভাঙতে দেরি হলো না। চোখ খুলে গেল ‘মমির’। নিজের নাম বললেন তিনি। সেইসঙ্গে বললেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শিকারীরা বুঝলেন, মমি নয়, গুহার মধ্যে দীর্ঘদিন অনাহারে প্রায় কঙ্কালসার হয়ে গেছেন আলেকজান্ডার। তিনি তখনও আধমরা হয়ে বেঁচে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাউন বিয়ার প্রজাতির ভালুক মূলত শীতের আগে খাবার সংরক্ষণ করে রাখে। শীতকালটা তারা আরামে বসে খায়। আলেকজান্ডারকে শিকার করে সেই লক্ষ্যেই সম্ভবত রেখে গিয়েছিল সে। তার আগে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। -দ্য সান
×