ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতরঙের ঝর্ণা !

প্রকাশিত: ১০:২৯, ২৯ জুন ২০১৯

 সাতরঙের ঝর্ণা !

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পর্বতাঞ্চলে ইয়োসিমাইট পার্ক রেইনবো ফলসের (রংধনু ঝর্ণা) জন্য বিখ্যাত। আলোর বিচ্ছুরণে সাতটি রঙ এত স্পষ্ট হয়ে যায় যে সবাই অবাক হয়ে পড়েন। ১২০০ বর্গমাইলের এই বিশাল এলাকায় ছড়িয়ে রয়েছে প্রকৃতির আরও আশ্চর্য সব বিষয়। সবচেয়ে বিখ্যাত সাতরঙের ঝর্ণা ধারা। দেড় শ’ বছর ধরে এই ঝর্ণা আকর্ষণ করছে সবাইকে। ১৮৬৪ সাল থেকেই বিশেষ আইনে এলাকাটি সংরক্ষণ শুরু হয়। উনিশ শতকের মার্কিন মুলুকের অন্যতম ছুটি কাটানোর স্থান হিসেবে দ্রুতই মানুষের মনোযোগ আকর্ষিত হতে থাকে পার্কটি। বিরল বন্যপ্রাণী ও প্রাকৃতিক বৈচিত্র্যের বিশাল সম্ভার রয়েছে এখানে। ২০১৭ সালে বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রে ছিল পার্কটি। বিখ্যাত ঝর্ণার ওপর আলোর খেলায় তৈরি হওয়া রঙের প্রলেপ এত স্পষ্ট হয়ে যায় যে সাতটি রং স্পষ্ট বুঝতে পারা গিয়েছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বহু পর্যটক আসতে শুরু করেন ঝর্ণাটি দেখার জন্য। তারপর থেকে আলো ও জলের মিশ্রণে তৈরি হওয়া প্রকৃতির রঙিন খেলা হাতছানি দিয়েই চলেছে। -মিরর
×