ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে ঝর্ণাধারা চৌধুরীর মরদেহ দান

প্রকাশিত: ১০:২৮, ২৯ জুন ২০১৯

 বিএসএমএমইউতে ঝর্ণাধারা চৌধুরীর মরদেহ দান

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ॥ সারাজীবনের কর্মস্থল নোয়াখালী জেলার সোনাইমুড়ির গান্ধী আশ্রম থেকে অসংখ্য অনুরাগী ও অনুসারীদের ফুলেল শ্রদ্ধা ও ভালবাসার অশ্রুতে সিক্ত হয়ে শুক্রবার শেষ বিকেলে চিরবিদায় নিলেন ট্রাস্টের সচিব পদ্মশ্রী ঝর্ণাধারা চৌধুরী। এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের ঢল নামে গান্ধী আশ্রম এলাকায়। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, ভারতীয় হাইকমিশনের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ঝর্ণাধারা চৌধুরী গত ২ জুন থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গান্ধী আশ্রমের ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার জানান, মৃত্যুর পর প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে সেখানে ধর্মীয় আচারের পাশাপাশি গান্ধী আশ্রম ট্রাস্টের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তার কফিন রাতে স্কয়ার হাসপাতালের হিম ঘরে রাখা হয়। গান্ধী অনুরাগী চিরকুমারী এ মহিয়সী নারীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দান করা হবে।
×