ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্দুকযুদ্ধে মাদক কারবারিসহ নিহত ৪

প্রকাশিত: ১০:২৭, ২৯ জুন ২০১৯

 বন্দুকযুদ্ধে মাদক কারবারিসহ  নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত খুনী ও ইয়াবা কারবারি দুই সহোদর উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা এবং কুমিল্লায় মাদক বিক্রেতা যুবক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার জানা গেছে, কক্সবাজারের হ্নীলায় পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বন্দুকযুদ্ধে চিহ্নিত খুনী ও ইয়াবা কারবারি সহোদর নিহত হয়েছে। ঘটনাস্থল হতে দেশীয় তৈরি এলজি, কার্তুজ, খালি খোসা, কিরিচ ও ছাকু জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে টেকনাফ থানার একদল পুলিশ আটক হত্যা মামলার আসামি ও মাদক কারবারি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (ম-লপাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশ বাইট্টা মাদুর পুত্র হাত কাটা আব্দুর রহমান (২৮) ও আব্দুস সালাম (২৬) সহোদরকে নিয়ে অভিযানে যায়। এ সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ গোলাগুলির পর হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে ২ দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা, ২ কিরিচ ও ২ চাকুসহ গুলিবিদ্ধ দুই সহোদরকে উদ্ধার করে। তাদের দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়ার পর কক্সবাজার নেয়ার পথে তারা মারা যায়। নিহতরা পক্ষান্তরে সন্ত্রাসী ও ইয়াবা কারবারি। এদিকে উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা উখিয়ার থাইংখালী ক্যাম্পের নুরুল কবিরের পুত্র মোহাম্মদ নূর। শুক্রবার ভোরে উখিয়ার রহমতের বিল এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কুমিল্লা বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে প্রশান্ত কুমার দাস নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি বিজিবির। শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় ৪ হাজার ৩৮৫ ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নিহত প্রশান্ত কুমার দাস নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।
×