ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সমন্বয়হীনতার কারণে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা দূর হচ্ছে না

প্রকাশিত: ১০:০২, ২৯ জুন ২০১৯

 সমন্বয়হীনতার কারণে  ডেঙ্গু প্রতিরোধ ও  জলাবদ্ধতা দূর  হচ্ছে না

ঢাকাবাসী কার্যালয়ে শুক্রবার ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে নাগরিক সচেতনতার কর্মসূচী হিসেবে পায়রা প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচী আয়োজনে সভাপতিত্ব করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণপদক বিজয়ী ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক, ঢাকাবাসীর সভাপতি মোঃ শুকুর সালেক। আলোচনায় অংশ নেন সংগঠনের মহাসচিব শেখ খোদাবকস, মহানগর কমিটির আহ্বায়ক লুৎফর আহসান বাবু। বক্তারা অভিমত জানান, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে, রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা দূরীকরণ করা সম্ভব হচ্ছে না। একে অপরের দোষারোপ না করে দলমত নির্বিশেষে এ সমস্যা সাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের যে মশার ওষুধ দেয়া হয় সেটা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। কারণ মশার ওষুধে মশা মরে না। মশকনিধন কার্যক্রমকে বেসরকারী পর্যায়ে দিয়ে দেয়ার জন্য অনুরোধ জানান। জলাবদ্ধতা, খোলা ড্রেন আর যত্রতত্র আবর্জনা স্তূপের কারণে রাজধানী ঢাকা হয়ে উঠেছে মশা প্রজননের আস্তানা। বক্তারা মশা নিধনের দুই সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের কার্যক্রম বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন। ঢাকা সিটি কর্পোরেশনের মশক নিধনের কার্যক্রমে ঢাকার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তাছাড়া ২ সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত বিদেশী অনুদানপ্রাপ্ত এনজিওগুলোকে মশক নিধনের কাজে লাগানোর জন্য অনুরোধ জানান। মশক নিধন ও জলাবদ্ধতা দূরীকরণের জন্য সরকারী সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় একটি বাস্তব সমস্যা সমাধানকল্পে এগিয়ে আসবেন বলে বক্তারা আশা করেন। -বিজ্ঞপ্তি
×